অমানবিকতার নজির! সন্তান প্রসবের সময় কুকুরকে পুড়িয়ে মারল মহিলা

বাংলা হান্ট ডেস্ক : বাড়িতে ঢুকে কুকুর জ্বালাতন করত, তাই সন্তান প্রসবের সময় কুকুরকে পুড়িয়ে মারল এক মহিলা৷ বর্ধমানের গোদা এলাকার খন্দকার পাড়ার ঘটনা৷ ইতিমধ্যেই স্থানীয় পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে বর্ধমান থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ, অভিযুক্তের নাম আসিয়া বিবিEFImvJ VUAAPf6d

সূত্রের খবর, কয়েকদিন আগে আসিয়া বিবির বাড়িতে ওই কুকুরটি বারবার জ্বালাতন করত, তাতেই ক্ষিপ্ত হয়ে গিয়ে সন্তান প্রসবের সময় ওই কুকুরের শরীরে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়,এর পর চলন্ত অবস্থাতেই তিনটি কুকুর ছানার জন্ম দেন ওই মা কুকুর যদিও পেতে আরও একটি বাচ্চা ছিল, ঘটনার খবর পেয়ে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা চিকিত্সা শুরু করলেও কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করতে করতে তাঁর মৃত্যু হয়৷

এরপর ক্ষুব্ধ পশুপ্রেমী সংগঠনের সদস্যরা অভিযুক্ত আসিয়া বিবির নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন৷ ঘটনার পর থেকে পলাতক আসিয়া বিবি৷ খবর প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে গোটা বর্ধমানে৷ স্থানীয় পশুপ্রেমী সংগঠনের এক সদস্য জানিয়েছেন, রবিবার বিকেলে অভিযুক্ত মহিলা গর্ভবতী কুকুরটির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ ঘটনাস্থলে পৌঁছে পশুপ্রেমী সংগঠনের সদস্য গিয়ে দেখেন তিনটি কুকুরের ছানা পুড়ে গিয়েছে মা কুকুরটি অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছে৷

কুকুরকে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি৷ বর্ধমান পশু হাসপাতালের তরফ থেকে মৃত কুকুরের ময়না তদন্ত শুরু হয়েছে৷ উল্লেখ্য এক বছর আগে এনআরএস এ কুকুর পেটানো কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন দুই নার্স ঠিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রাজ্যে কুকুরকে নৃশংস ভাবে মারার অভিযোগ৷ বিতর্ক শুরু হয়েছে গোটা রাজ্যে৷ অভিযুক্তের শাস্তির দাবি করেছে পশুপ্রেমী সংগঠন৷

সম্পর্কিত খবর