চাষি বলে বিয়ে করছে না কেউ, ১০৫ কিমি পদযাত্রা করে ভগবানের কাছে ‘পাত্রী চাই”-র আরজি ২০০ যুবকের

বাংলাহান্ট ডেস্ক: ভারতবর্ষে (India) মোট জনসংখ্যা বেড়েছে অনেকটাই। কিন্তু সেই সঙ্গে পুরুষের সঙ্গে নারীর অনুপাতে ফারাক রয়ে গিয়েছে অনেকটাই। ফলে দেশের ছেলের তুলনায় মেয়ের সংখ্যা কম। এই কারণেই বিয়ের (marriage) জন্য পাত্রী পেতে সমস্যা হচ্ছে বহু পুরুষেরই। এছাড়াও নানা ধরনের আনুষঙ্গিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। যেমন কোনও নির্দিষ্ট পেশার পাত্রকে বিয়ে করতে না চাওয়া পাত্রী।

এমনই সমস্যার সম্মুখীন হয়ে এক অভিনব পদক্ষেপ করছেন ২০০ জন ব্যাচেলর পুরুষ। আগামী ২৩ ফেব্রুয়ারি তাঁরা এক পদযাত্রার আয়োজন করেছেন। বিয়ের জন্য পাত্রী খোঁজার আশায় পায়ের হেঁটে ১০৫ কিলোমিটার পাড়ি দেবেন। তাঁদের গন্তব্য মহাদেশ্বর মন্দির (Mahadeshwara Temple)। এই ব্যাচেলরদের বক্তব্য, গ্রমের মেয়েরা শুধুমাত্র বেঙ্গালুরুর মতো বড় শহরে বসবাসকারী পুরুষদের বিয়ে করতে ইচ্ছুক। গ্রামের কৃষক পরিবারে তাঁরা বিয়ে করতে চাইছেন না। 

saudi man marriage

সে জন্য তাঁরা এই ‘ব্রহ্মচারীগাল পদযাত্রা’ শুরু করবেন। তাঁদের লক্ষ্য, দু’দিন ধরে হেঁটে মন্দিরে পৌঁছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। এই অভিনব পদযাত্রার আয়োজন করেছেন কে এম শিবপ্রসাদ। তিনি সোশ্যাল মিডিয়ায় এটির বিজ্ঞাপন দিয়েছিলেন। তখন তিনি দেখেন যে বেশিরভাগ অবিবাহিত পুরুষই সেখানে প্রতিক্রিয়া দিয়েছে। 

mahadeshwara temple

মান্ডা, মহীশূর, শিবমোগা এবং চামরাজানগরের পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও এতে যোগদানের আবেদন আসতে শুরু করে। প্রায় ৩০০ জনের আবেদন গৃহীত হয়েছিল। এর মধ্যে প্রায় ২১০ জন এই পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন। শিবপ্রসাদ বলেছিলেন যে মাদুরে বসবাসকারী মেয়েদের বাবা-মা মনে করেন যে একজন কৃষকের আয় স্থির এবং পর্যাপ্ত হতে পারে না। 

পরিবারগুলো মনে করে, তাদের মেয়েদের যদি শহরের পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়া হয়, তাহলে তাদের ভবিষ্যৎ নিরাপদ হবে। শিবপ্রসাদ ও তাঁর বন্ধুদের বয়স ৩০ বছরের উপরে। তাই তাঁদের চিন্তা, এরপর আর বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাবেন না তাঁরা। তাই সবাই একসঙ্গে কর্ণাটকের ওই জনপ্রিয় তীর্থস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর