বাংলা শ্রমিক কেরলে গিয়ে হলেন লাখপতি! লটারিতে ৭৫ লাখ জিততেই পুলিশের কাছে শেখ বাদেশ

বাংলাহান্ট ডেস্ক : রাতারাতি কোটিপতি হওয়ার একটাই উপায়– লটারি জেতা! এই আশায় সেই কোন যুগ থেকে লটারি কেটে চলেছেন মানুষজন। অনেকেরই ভাগ্য খুলেছে, জিতেছেন লটারির কোটি কোটি টাকা! আবার অনেকেরই কপাল মন্দ, লটারির নম্বর মেলেনি। তবে বাংলার শ্রমিক বাদেশ যেন প্রথম তালিকাতেই পড়ে। তবে, শেখ বাদেশের লটারি জিতে লাখপতি হবার কাহিনী যেন অন্যদের তুলনায় বেশ খানিকটা আলাদা। ঠিক কিভাবে লটারি জিতলেন এই বাংলা শ্রমিক ?

কাজের উদ্দেশ্যে পা রেখেছিলেন কেরলে। তবে, কেরল (Kerala) যাওয়া যেন সার্থক হল বাংলার (West Bengal) ছেলে শেখ বাদেশের। বাংলার শ্রমিক শেখ বাদেশ কেরলের মুভাতুপুঝা থানা এলাকায় থাকতেন। জানা যাচ্ছে, এর্নাকুলামে রাস্তার কাজ করতে গিয়ে সরকারি ‘স্ত্রী শক্তি’ লটারির টিকিট (Lottery Ticket) কাটেন শেখ বাদেশ। কিন্তু, বাদেশ মালায়ালাম ভাষা না জানায় এক বন্ধুকে ওই টিকিট দেখাতে সেই বন্ধু টিকিটের নাম্বার মিলিয়ে বলেন যে বাদেশ ৭৫ লক্ষ টাকা জিতেছেন।

কিন্তু, লটারি জিতলেও সেই খুশী যেন ঠিকমতো উপভোগই করতে পারছিলেন না বাদেশ‌। বলা ভালো, মোটা অঙ্কের লটারি জেতার পর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন যে তার লটারির টিকিট যদি কেউ কেড়ে নেন। পাশাপাশি তিনি আদৌ নিরাপদে আছেন কিনা সেই বিষয়েও সাত পাঁচ চিন্তা করতে থাকেন বাংলার এই শ্রমিক। সব মিলিয়েই কোন উপায়ন্তর না পেরে সটান পুলিশের কাছে হাজির হন তিনি।

মুভাতুপুঝা থানার রাজেশ কে এন বলেন, “এক শ্রমিক ফোন করে আমাদের জানান, তিনি ৭৫ লক্ষ টাকার লটারি জিতেছেন। কী ভাবে সেই টাকা পাবেন সে সব কিছুই জানেন না। এ ছাড়া ভয়ও পাচ্ছেন যে, কেউ জানার পর লটারির টিকিট ছিনিয়ে নিতে পারেন। তাই আমাদের কাছে তাঁর নিরাপত্তার দাবি জানান।” রাজেশ জানিয়েছেন, বাদেশকে সমস্ত রকমের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

 kerela

বাদেশ জানিয়েছেন তিনি মাঝে মাঝেই লটারির টিকিট কাটতেন কিন্তু কখনোই কোন টাকা জেতেননি, উনি মঙ্গলবার রাজ্য সরকারের লটারির টিকিট কাটেন এবং সেদিনকে রাতেই ৭৫ লাখ টাকা জেতেন। বাদেশ টাকা হাতে পেয়েই পশ্চিমবঙ্গে ফিরে আসতে চায়। তবে, এক কথায় বলা যায়, লটারির টিকিট যেন বাদেশের ভাগ্য ফিরিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে বাদেশের বাড়ির লোকজন কেউ যেন নতুন স্বপ্ন বোনার দিকে আরো একধাপ এগিয়ে দিয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর