এবারের বিশ্বকাপের শীর্ষে কারা ?

বাংলা হান্ট ডেস্ক :  ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি-র একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে স্থান করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেমি ফাইনাল ম্যাচের আগে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করল ইংল্যান্ড আর ১২২ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান হলো ২। তিন নম্বরে নিউ জিল্যান্ড আর চার নম্বরে অস্ট্রেলিয়া। আইসিসি-র একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে প্রথম চারে থাকা চারটি দলই বিশ্বকাপের সেমি ফাইনাল খেলবে।।

ভারতের স্থান নেমে গেলেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৮৯১ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের থেকে মাত্র ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়েও ৮১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি।

অন্যদিকে বিশ্বকাপে ৪০৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান ওডিআই র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষেই রয়েছেন। বিশ্বকাপে ৬০৬ রান সঙ্গে ১১টি উইকেট নেন সাকিব।

সম্পর্কিত খবর