শুধু উইকেটকিপার নয়, ফের অধিনায়কের ভূমিকায় তিনি

অমিত সরকার :

অবশেষে ঋদ্ধিমান সাহার হাতে উঠলো অধিনায়কের গুরুদায়িত্ব পারফর্মেন্স এর মাধ্যমে আবার কী পারবেন তিনি ভারতীয় দলে জায়গা করে নিতে?

বাংলা ক্রিকেট দলের অধিনানয়কত্ব গ্রহণ না করলেও ভারতীয়-এ দলকে নেতৃত্ব দেবেন ঋদ্ধিমান সাহা৷ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে ভারতের ক্যাপ্টেন নির্বাচিত হলেন বাংলার উইকেটকিপার আগামী ৯ সেপ্টেম্বর থেকে তিরুবনন্তপুরমে খেলা হবে ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচ৷ ১৭ সেপ্টেম্বর থেকে মহীশূরে খেলা হবে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি৷

IMG 20190904 130348
দ্বিতীয় ম্যাচের ভারতীয় দল: ঋদ্ধিমান সাহা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), প্রিয়ঙ্ক পাঞ্চাল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, আনমোলপ্রীত সিং, করুণ নায়ার, কৃষ্ণাপ্পা গৌতম, কুলদীপ যাদব, শাবহাজ নদিম, বিজয় শঙ্কর, শিবম দুবে, উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও আবেশ খান৷

সম্পর্কিত খবর