বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে টু হুইলার বা মোটর বাইকের চাহিদা এখন তুঙ্গে। প্রতিদিন লক্ষ লক্ষ মোটর বাইক চলাচল করে দেশের সর্বপ্রান্তেই। তবে যে হারে প্রতিনিয়ত পেট্রোলের দাম বাড়ছে, তাতে কিছুটা হলেও চাপে পড়ছেন বাইক চালকরা। এবার সব ধরনের গ্রাহকের কথা চিন্তা করে দেশের বাজারে প্রথম হাইব্রিড বাইক লঞ্চ করল ইয়ামাহা (Yahama)।
ইয়াহামার (Yahama) হাইব্রিড বাইক
পেট্রোল কিংবা ব্যাটারি, চালকের মর্জি মতো মাধ্যমেই ছুটবে ভারতের প্রথম হাইব্রিড মোটর সাইকেল ‘FZ-S Fi Hybrid’। সোজা কোথায় পেট্রোল এবং ব্যাটারি, এই দুই মাধ্যমেই চলাচল করতে সক্ষম ‘FZ-S Fi Hybrid’ মডেলটি। তরুণ প্রজন্মের কথা চিন্তা করে বাইকের লুকসে দেওয়া হয়েছে বিশেষ নজর। পেট্রোল নির্ভরতা কমাতে ‘FZ-S Fi Hybrid’ বাইকটিতে একাধিক আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে বাইক নির্মাণকারী সংস্থা ইয়ামাহা।
আরও পড়ুন : TRP-র লড়াইয়ে মুখোমুখি “টপার” প্রোডাকশনের দুই মেগা! রাতারাতি চ্যানেল বদল জনপ্রিয় ভিলেনের
‘FZ-S Fi Hybrid’ বাইকটিতে রয়েছে 149cc এর Blue Core ইঞ্জিন। বাইকে ব্যবহৃত স্মার্ট মোটর জেনারেট (SMG) প্রযুক্তি জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে সহায়ক হবে বলে দাবি করেছে সংস্থা। পাশাপাশি স্টার্ট এবং স্টপের মতো আধুনিক সিস্টেম ট্রাফিক লাইট লাল হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে বাইকের স্টার্ট।
আরও পড়ুন : আড়াই বছর পেরিয়েও দ্বিতীয় স্থানে, “বেঙ্গল টপার” হতে এবার “মেগা ধামাকা” জগদ্ধাত্রীতে!
ইয়ং জেনেরেশনকে আকর্ষণ করতে FZ-S Fi Hybrid মডেলে রাখা হয়েছে স্পোর্টি লুক। পাশাপাশি 4.2 ইঞ্চির ফুল-কালার TFT ইনস্ট্রুমেন্ট স্ক্রিন আলাদা মাত্রা যুক্ত করেছে ইয়াহামার (Yahama) এই হাইব্রিড বাইকে। Y-Connect অ্যাপের মাধ্যমে স্মার্ট ফোনের সাথে সরাসরি কানেক্ট করা যাবে TFT ইনস্ট্রুমেন্ট স্ক্রিনটিকে।
গুগল ম্যাপের সাথে সংযুক্ত টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রিয়েল-টাইম ডায়রেকশন এবং রোড ইন্ডেক্সের মতো সুবিধা থাকবে এই স্ক্রিনে। ইয়ামাহা (Yahama) জানিয়েছে, তাদের তৈরি FZ-S Fi Hybrid মডেলটির এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র ১ লক্ষ ৪৪ হাজার টাকা থেকে।