বলিউডে তারকা সন্তানরা অন‍্যদের সুযোগ ছিনিয়ে নেয়, বোমা ফাটালেন ইয়ামি গৌতম

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (bollywood) অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ইয়ামি গৌতম (yami gautam)। ৯ অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘গিন্নি ওয়েডস সানি’র। ছবির প্রচারে এক সংবাদ মাধ‍্যমকে সাক্ষাৎকারে ইয়ামি বলিউডের নেপোটিজম (nepotism) বিতর্ক নিয়ে মুখ খোলেন। অভিনেত্রীর মতে, নেপোটিজমের থেকেও স্বজনপোষন (favouritism) বলিউডে আরো বড় সমস‍্যা।

ইয়ামির কথায়, “বলা হয় সব পেশাতেই নেপোটিজম রয়েছে। তফাৎ শুধু একটাই। চিকিৎসকের ছেলে যদি চিকিৎসক হতে চায় তবে তাঁর পড়াশোনার দিক দিয়ে সব রকম সাহায‍্য সে পাবে। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষাটা তাঁকেই দিতে হবে। সেখানে ২+২ সবসময় ৪ ই হয়। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আলাদা। এখানে ২+২ ১০ ও হতে পারে। এটা নতুন সৃষ্টির জায়গা।”

Yami Gautam Instagram
বলিউডে নেপোটিজমটা একটু অন‍্য চোখে দেখেন বলে জানান ইয়ামি। তাঁর মতে, সন্তান মা বাবাকে দেখে ফিল্মি লাইনে যেতে চাইবে এটাই স্বাভাবিক। অপরদিকে মা বাবাও সন্তানকে সিনেমায় লঞ্চ করতে চাইলে তাতে কারোর কিছু বলার থাকতে পারে না।

তবে বলিউডের স্বজনপোষনের বিরুদ্ধে কড়া মন্তব‍্য করেছেন ইয়ামি। তিনি বলেন, “স্বজনপোষন করা উচিত নয় বা অন‍্য কারোর সুযোগ ছিনিয়ে নেওয়াও ঠিক নয়। আমি যে শুধু তারকা সন্তানদের কাছেই সুযোগ খুইয়েছি তাই নয়, এমন অভিনেতাদের কাছেও খুইয়েছি যারা এই ইন্ডাস্ট্রির কেউ নয়। শুধু তাদের ভাল যোগাযোগ রয়েছে বা ভাল কথা বলতে পারে।”

সব অভিনেতাকে সমান সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন ইয়ামি। কাউকে বেশি সুযোগ দেওয়া হলে সেক্ষেত্রে প্রতিযোগিতাটা আর সমান থাকবে না। এমনটাই বক্তব‍্য অভিনেত্রীর। ইয়ামি বলেন, “প্রতিভা ও যোগ‍্যতার বিচারে সমান সুযোগ দেওয়া হলে প্রতিযোগিতাও সমান হয়। কিন্তু নেপোটিজম বা স্বজনপোষনের ভিত্তিতে কাউকে বিচার করা ঠিক নয়।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর