বর্ষীয়ান বাম নেতা সেলিমকে দেখে গাড়ি থামিয়ে রাজনীতি ভুলে পা ছুঁয়ে প্রণাম করলেন যশ

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার ভোটের নির্বাচনী প্রচারে (Election Campaign) একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল (TMC) ও প্রধান বিরোধী দল বিজেপি। তবে থেমে নেই তৃতীয় পক্ষ সংযুক্ত মোর্চাও। তাদের তরফেও শুরু হয়েছে জোর কদমে প্রচার। সেই নির্বাচনী প্রচারে একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমনও শানিয়ে যাচ্ছেন।

সেই মত নির্বাচনে চণ্ডীপুর (Chandipur) কেন্দ্রের গেরুয়া শিবিরের প্রার্থী হলেন অভিনেতা যশ (Yash Dasgupta)। তার বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী হলেন বাংলার দাপুটে বাম নেতা মহম্মদ সেলিম। রবিবার সন্ধ্যায় ওই কেন্দ্রে প্রচারে যোগ দেন দুই শিবিরের প্রার্থীই। সেখানেই দেখা গেল উলটপুরাণ। প্রচার মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার পথেই দেখা বিরোধী শিবিরের প্রার্থী অভিনেতা যশের সঙ্গে। তবে সেই দেখা শুধুমাত্র সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলনা।

yash1

সেলিম ও যশ একেবারে বিপরীত মতাদর্শের হলেও এদিন হটাৎ দেখা হওয়াতে বাক্য বিনিময় করেন এবং অভিনেতা যশ মহম্মদ সেলিমের মত একজন দক্ষ নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দ্বিধা বোধ করেননি। সেলিমও দুহাত তুলে আশীর্বাদ করেন অভিনেতাকে। তবে বিরোধী শিবিরের (BJP) প্রার্থীর এহেন আচরণে গর্বিত অনুভব করেন এই বর্ষীয়ান বাম নেতা (CPIM)।

উল্লেখ্য, বাংলার একেবারে প্রথম সারির রাজনীতিবিদ হিসেবে পরিচিত মহম্মদ সেলিম (Mahammad Selim)। ১৯৯১ সালে রাজ্যসভায় নির্বাচিত হয়ে পরপর দুবার রাজ্যসভার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

সম্পর্কিত খবর