প্রতিরক্ষামন্ত্রক জানালেন, এবার থেকে বছরে হবে ১০০ মহিলা সেনা নিয়োগ

বাংলা হান্ট ডেস্ক: ‌পুরুষের সাথে কদম মিলিয়ে এগিয়ে আজ মহিলারাও, কোনও অংশে কম নন তারা। এবার ভারতীয় সেনায় নারীশক্তি বাড়ানোর কথা ভেবে আগামী ১৭ বছর ধরে ১০০ মহিলা সেনাকে নিয়োগ করা হবে।

এই মহিলাদের দিয়ে ১৭টি মহিলা সেনা বাহিনী গড়ে তুলবে ভারতীয় সেনা।সেনা সূত্রে জানা যাচ্ছে প্রথম ১০০ জন মহিলাকে নিয়োগ করার পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। এ বছরের ডিসেম্বরেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। পুরুষ সেনাদের মতোই মহিলাদেরও ৬১ সপ্তাহ ধরে চলবে সেনার প্রশিক্ষণ।

প্রশিক্ষণে ১৭০০ বার পর্যালোচনা করার পরই এই মহিলা ক্যাডার গঠন করা হবে।চলতি বছরের মার্চে কেন্দ্র সরকার ঘোষণা করে যে মহিলাদেরও সেনাতে নিয়োগ করতে হবে। কিন্তু সেনায় সেই সময় কোনও জায়গা ফাঁকা না থাকায় এই বিষয়টি কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়। গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য স্থায়ী কমিশন তৈরি করার কথা ঘোষণাও করেন।

এছাড়াও সেনা সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল, শিক্ষা, আইন, সিগন্যালস এবং ইঞ্জিনিয়ারিং শাখায় মহিলাদের নিয়োগ করবে সেনা। বায়ুসেনাতে দেশের মধ্যে প্রথম মহিলা অফিসার হিসাবে যোগ দেন শৈলজা ধামি।

সম্পর্কিত খবর