“ইয়েতি ” নয় , তাহলে বরফে পায়ের ছাপ কার ?

বাংলা hunt ডেস্ক : সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছিল একটি ছবি।ইন্ডিয়ান আর্মির তরফে প্রকাশ‍্যে আসা সেই ছবিতে বরফের উপর কিছু অদ্ভুত পায়ের ছাপ লক্ষ্য করা যায়,যা ইয়েতির বলেই দাবি করে ভারতীয় সেনা।এইবার সেই দাবিকে নস‍্যাৎ করে উড়িয়ে সম্পূর্ণ নিজস্ব যুক্তি খাড়া ক‍রলো নেপাল সেনা।

প্রসঙ্গত, ভারতীয় সেনার দলটি নেপালের ” মাকালু ” বেসক‍্যাম্পে অভিযানে গেছিলো।সেই খানে ভারতীয় সেনাদের পাশাপাশি ছিলো নেপাল সেনা।প্রায় ৩২ ইন্চি দৈর্ঘ্যের সেই পায়ের ছাপ কে ভারতীয় সেনার তরফে ইয়েতির বলে দাবি করা হলেও তা

101b3 screenshot 20190503 110606ভিত্তিহীন বলে জানান উড়িয়ে নেপাল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ওই পায়ের ছাপ আসলে ওখানকার স্থানীয় ” বাদামী ” ভালুকের, যা ওই এলাকায় প্রায়শই দেখা যায়।

সম্পর্কিত খবর