‘যোগ এখন জীবনের অংশ নয়, এটি জীবনযাত্রার প্রণালী’, বিশ্ব যোগ দিবসে যোগের মহাত্ম প্রচারে মোদি

বাংলাহান্ট ডেস্ক : আজ আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে কর্ণাটকের মাইসুরুতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানেই জনগণের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই ভাষণেই যোগের গুরুত্ব সম্পর্কেও জনগণকে বোঝান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যোগব্যায়াম সারা বিশ্বে শান্তি বয়ে আনে।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন আয়ুষমন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গহলৌত, এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন কয়েকশো বছর ধরে ভারতের পুণ্য আধ্যাত্মিক কেন্দ্রগুলি যোগ-শক্তিকে উন্নত করেছে। মাইসুরুও তাদের মধ্যে উল্লেখযোগ্য। একবিংশ শতাব্দীতে এসে সেই যোগ শক্তিই বিশ্ব স্বাস্থ্যকে আলোর পথ দেখাচ্ছে।

শুধু তাই নয়, বর্তমান দুনিয়ায় এই যোগব্যায়ামই সারা বিশ্বে পারস্পরিক সহযোগিতার প্রধান স্তম্ভ হয়ে উঠছে। তিনি আরও বলেন যোগব্যায়াম মানুষকে সবল তৈরি করছে। সুস্থ জীবনের আশ্বাস দিচ্ছে এই যোগব্যায়ামই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এবছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল #যোগ ফর হিউম্যানিটি। এই থিমের দ্বারা সমগ্র বিশ্বের মানুষের কাছে যোগের বার্তা পৌঁছে দেওয়ার জাতিসংঘ সহ সারা বিশ্বকে আন্তরিকভাবে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

যোগের উপকারিতা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি বলেন যোগ আমাদের জীবনে শান্তির বার্তা বয়ে আনে। যোগব্যায়ামের মাধ্যমে শান্তি শুধুমাত্র ব্যক্তির জন্য নয় বরং আমাদের সমাজ, দেশ, বিশ্ব এবং এই মহাবিশ্বকেও শান্তির পথ দেখায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘গার্ডিয়ান রিং অফ যোগ’-এর এমন অভিনব ব্যবহার সারা বিশ্বে করা হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে এবং সূর্যের গতিবিধির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মানুষ যোগব্যায়াম করছে প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি আরও বলেন, যোগের এই অসীম যাত্রা এভাবেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। যোগব্যায়ামের মাধ্যমেই তৈরি হবে একটি সুস্থ ও শান্তিপূর্ণ বিশ্ব।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর