মোদী সরকারের মতই যোগী সরকার ৩০ শতাংশ বেতন কাটবে বিধায়কদের, দুবছরের জন্য স্থগিত MLA Fund

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের মতই এবার উত্তর প্রদেশের যোগী সরকার (Yogi Government) সমস্ত বিধায়কদের ৩০ শতাংশ বেতন কম করার প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, সমস্ত বিধায়কদের ফান্ড (MLA Fund) দুই বছরের জন্য সাসপেন্ড করা হবে। দুই বছর পর্যন্ত বিধায়কদের ফান্ড কোভিড-১৯ এর মহামারীর জন্য ব্যবহার করা হবে। যোগী সরকার এর জন্য খুব শীঘ্রই একটি অর্ডিন্যান্স আনতে চলেছে।

yogi adityanath1 1542342580

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে হওয়া ক্যাবিনেট বৈঠকে একটি মহত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, ওই সিদ্ধান্ত অনুযায়ী সাংসদদের ফান্ড দুই বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এর সাথে সাথে করোনার সাথে মোকাবিলার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর সাংসদদের বেতন ৩০ শতাংশ কেটে নেওয়া হবে। এই সিদ্ধান্ত ১লা এপ্রিল ২০২০ থেকে লাগু করা হবে।

এই সিদ্ধন্তের পর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর রাজ্যপালেরাও স্বেচ্ছায় এক বছর পর্যন্ত বেতন কম নেওয়ার কোথা ঘোষণা করেন। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এরপর তিনি এই নিয়ম উত্তরপ্রদেশেও লাগু করার জন্য তৎপর হন। উত্তর প্রদেশ সরকার জানিয়ে দেয় যে, রাজ্যে সমস্ত বিধায়কদের বেতন ৩০ শতাংশ কমে যাবে এবং বিধায়কদের ফান্ড দুই বছরের জন্য সাসপেন্ড করা হবে। কেন্দ্র সরকারের কাছ থেকে সিদ্ধান্তের কপি পাওয়ার পরেই উত্তর প্রদেশ সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে এই নিয়ম লাগু করবে।

yogi 3

যোগী সরকারের এই সিদ্ধান্তে সমস্ত রাজনৈতিক দল নিজেদের প্রতিক্রিয়া দিয়েছে। সমাজবাদী পার্টি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। কিন্তু তাঁরা এও বলছে যে, সরকারকে প্রতিটি পয়সার হিসেব দিতে হবে। সমাজবাদী পার্টির নেতা অনুরাগ ভদৌরিয়া বলেন, যত বেতন কাটার দরকার কেটে নিক। এই সঙ্কটের সময় আমরা সবাই পাশে আছি। কিন্তু জনতার কাছে হিসেব দিতে হবে সরকারকে। রাজ্য সরকারকে এও বলতে হবে যে, পয়সা কোথায় আর কি করে খরচ করা হয়েছে?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর