উত্তর প্রদেশে গেরুয়া ঝড়ে বিধ্বস্ত বিরোধীরা, কত ভোট পেলেন যোগী আদিত্যনাথ?

বাংলাহান্ট ডেস্ক : স্বভাবতই যোগী ঝড় উত্তরপ্রদেশে। আবারও যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন যোগী আদিত্যনাথ তা বলাই বাহুল্য। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে আজাদ সমাজ পার্টি থেকে তাঁর বিরুদ্ধে লড়া চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণের জমানতও। গোরক্ষপুর যোগী আদিত্যনাথের কর্মস্থল। গোরক্ষনাথ মন্দিরের মহন্তও তিনি। সেই কারণেই বিধানসভার ভোট যুদ্ধে গোরক্ষপুর আরবান বিধানসভা কেন্দ্র থেকেই লড়েছিলেন তিনি। এবার তিনি এই প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিনি ১ লক্ষ ৩০ হাজার ৬০৯ ভোট পেয়েছেন তিনি।

অন্যদিকে নয়ডায় ১ লক্ষ ৭৯ হাজার ভোটের ব্যবধানে জিতে সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ছেলে পঙ্কজ সিং। এই কেন্দ্র থেকে তিনি পেয়েছেন ২ লক্ষেরও বেশি ভোট। এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও এই নয়ডা কেন্দ্র থেকে ১ লক্ষ ৬২ হাজার ৪১৭ টি ভোট পেয়ে ইতিহাস রচনা করেছিলেন পঙ্কজ। সেবার তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ৬৪.২৯%।

এরই মধ্যে বিজেপির জয়ের পর কংগ্রেসের ভরাডুবি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে ব্যাপারটি বেশ আকর্ষনীয় হবে যে প্রিয়াঙ্কাজি উত্তর প্রদেশে এসেছিলেন। এবং পুরো দলকেই কার্যত উড়িয়ে দিয়ে চলে গেছেন।’

smriti irani 1

বিজেপি নেত্রীকে আরও বলতে শোনা যায়, ‘এই সমস্তই সম্ভব হয়েছে শুধুমাত্র যোগী আদিত্যনাথের জন্য। যোগী আদিত্যনাথের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর পরিকল্পনাকে সঙ্গে নিয়ে উত্তর প্রদেশে সফল ভাবে নেতৃত্ব দিয়েছেন।’ একই সঙ্গে, ২০২৪ সালে আবারও সরকার গঠন করে প্রধানমন্ত্রী পদে বসবেন মোদীই এই দাবিও করতে দেখা যায় স্মৃতি ইরানিকে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর