সর্বজনীন দুর্গাপুজো করার অনুমতি দিলো যোগী সরকার, লখনউয়ে শুরু হল তোরজোড়

বাংলা হান্ট ডেস্কঃ অনেক বাঁধা বিপত্তি এড়িয়ে অবশেষে স্বস্তির খবর। উত্তর প্রদেশের রাজধানী লখনউতে দুর্গা পুজো করার অনুমতি দিলো যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath Government)। রাজ্য সরকারের এই অনুমতির পর রাজধানীর বাঙালি বাসিন্দাদের মনে খুশির হাওয়া। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, বিধিনিষেধ মেনে পার্ক, ময়দান সহ বিভিন্ন যায়গায় সার্বজনীন দুর্গা পুজোর আয়োজন করা যাবে।

durga puja

সরকারের এই সিদ্ধান্তের পর লখনউয়ের বেঙ্গলি ক্লাবের সভাপতি অরুণ ব্যানার্জী বলেন, ‘রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সমস্ত বাঙালীরাই খুশি। আমরা সরকারের নির্দেশিকা পালন করেই পুজোর আয়োজন করব। আর গত বছর গুলোর তুলনায় এবছর ছোট করেই পুজো করা হবে।” তিনি জানান, ‘আমাদের এই দুর্গা পুজো ১০০ বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে। এই পুজো বন্ধ হলে আমাদের সবার মনই ভেঙে যেত। তবে রাজ্য সরকারের সিদ্ধান্তে আমরা খুব খুশি। এই পুজোর মাধ্যমে আমরা করোনা ভাইরাসের বিনাশের জন্য মায়ের কাছে প্রার্থনা করব।”

জানিয়ে দিই, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) করোনা মহামারীর কথা মাথায় রেখে রাজ্যে সার্বজনীন দুর্গা পুজোর আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। উনি বলেছিলেন যে, যারা পুজো করতে ইচ্ছুক তাঁরা যেন নিজের বাড়িতেই মূর্তি বসিয়ে পুজো করেন। সরকারের এই আদেশের বিরুদ্ধে প্রয়াগরাজের বাঙালি সম্প্রদায় হাই কোর্টের দরজায় কড়াও নেড়েছে।

প্রয়াগরাজের বাঙালি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (Bengali Welfare Association) এলহাবাদ হাইকোর্টে এই নির্দেশের বিরুদ্ধে একটি PIL দাখিল করেছে। যদিও, আদালত সেই PIL খারিজ করে দিয়েছে এবং এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে। ওই আবেদনে প্রয়াগরাজে সার্বজনীন দুর্গা পুজো আয়োজন করার জন্য ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল।

চারিদিক থেকে বাঙালীদের আবেদন আর অনুরোধের পর আপাতত উত্তর প্রদেশের রাজধানী লখনউতে সার্বজনীন দুর্গা পুজো করার অনুমতি দিয়েছে যোগী সরকার। রাজ্যের বাঙালীদের আশা, দিন কয়েকের মধ্যে গোটা রাজ্যে দুর্গা পুজো করার অনুমতি দেবে সরকার।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর