মুঘল ইতিহাস মুছে দেওয়ার প্ল্যান! একটা, দুটো নয়, যোগীরাজ্যে আরও ৮টি স্টেশনের নাম বদলাচ্ছে রেল

বাংলা হান্ট ডেস্ক : মাত্র কয়েকমাস আগেই উওর প্রদেশের (Uttar Pradesh) প্রধান তিনটি রেলওয়ে স্টেশনের (Indian Railways) নাম পরিবর্তন করা হয়েছে। গোমোহো, এলাহাবাদ ও মুঘলসরাইয়ের পর এখন উত্তরপ্রদেশের আরও আটটি স্টেশনের নাম পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে।

কয়েক মাস আগে, ভারতীয় রেল কয়েকটি প্রধান স্টেশনের নাম পরিবর্তন করে তাদের নতুন নাম রেখেছে। যথা , মুঘলসরাই এর নাম দীনদয়াল উপাধ্যায় জংশন, এলাহাবাদ এর নাম হয়েছে প্রয়াগরাজ ইত্যাদি। এখন আবার আরও কিছু স্টেশনের নাম পরিবর্তন করতে চলেছে ভারতীয় রেল মন্ত্রক। বিভিন্ন জায়গার নাম পরিবর্তন তো হবেই তবে উত্তরপ্রদেশের মোট আটটি রেলস্টেশনের নাম শীঘ্রই পরিবর্তন করা হবে।দীর্ঘদিন ধরে আলোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের প্রস্তাবে অনুমোদন দেওয়ার পরেই এই ঘটনা ঘটেছে।

সাধারনত একটি স্টেশনের নাম পরিবর্তন করতে হলে , স্টেশন প্রশাসনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অনাপত্তি শংসাপত্র (NOC) আনতে হয় বা পেতে হয়। কোন ক্ষেত্রে কোন রকমের আপত্তি বা বিতর্ক সৃষ্টি হলে এই এন ও সি পাওয়া যায় না।সেক্ষেত্রে পুরনো নামই স্থায়ী ভাবে রয়ে যায়। এক্ষেত্রে তেমন কিছু না হওয়ায় বেশ কিছু স্টেশন এর নতুন নাম দেওয়া হবে বলে জানা যাচ্ছে।। যে যে স্টেশনের নতুন নাম দেওয়া হবে সেগুলো বরং জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক শুরু কবে থেকে? ফল প্রকাশের পরেই দিনক্ষণ জানাল মধ্যশিক্ষা পর্ষদ

ইটি রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের আটটি স্টেশনের নাম শীঘ্রই বদল হতে পারে। এর মধ্যে রয়েছে ফুরসাতগঞ্জ, কাসিমপুর হাল্ট, জাইস সিটি, বানি, মিসরৌলি, নিহালগড়, আকবরগঞ্জ এবং ওয়ারিশগঞ্জ। বিভিন্ন ভাবে জানা যাচ্ছে যে ফুরসাতগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে তপেশ্বরনাথ ধাম, কাসিমপুর হল্ট থেকে পরিবর্তন করে জয়স সিটি, জয়স সিটি থেকে পরিবর্তন করে গুরু গোরক্ষনাথ ধাম, বাণী থেকে পরিবর্তন করে স্বামী পরমহংস, মিসরৌলি থেকে পরিবর্তন করে মা কালীকান ধাম, নিহালগড় থেকে পরিবর্তন করে মহারাজা বিজলি পাসি, ওয়ারিশগঞ্জ করা হয়েছে। অমর শহীদ ভালে সুলতান ও আকবরগঞ্জের নাম পরিবর্তিত হয়ে হবে মা অহর্ব ভবানী ধাম।

আরও পড়ুন:শেষ দাদাগিরি, আর দেখা যাবে না সৌরভকে! চলে এল গ্র্যান্ড ফিনালের দিন

যদিও এতো সহজে এতো কিছু হয় না। এতোগুলো জায়গার নাম পরিবর্তন করতেও সময় লাগছে। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই নতুন নাম গুলি সরকারি ভাবে আমাদের জানানো হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর