লাগবে না কোন একস্ট্রা চার্জ, সাধারণ টিকিটেই পারবেন স্লিপারে চড়তে! বড় সিদ্ধান্ত রেলের

বাংলাহান্ট ডেস্ক : রেল (Indian Railways) যাত্রীদের জন্য বড় সুখবর। শীতের মরশুমে আপনি সাধারণ টিকিটে স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন এবং বিশেষ বিষয় হল এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত চার্জও দিতে হবে না। ভারতীয় রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এখন সাধারণ টিকিট নেওয়া যাত্রীরাও সারা দেশে কঠোর শীতের পরিপ্রেক্ষিতে স্লিপার ক্লাসে ভ্রমণ করতে পারবেন।

জানা গিয়েছে, বয়স্ক ও দরিদ্রদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের এই সিদ্ধান্তের ফলে রেল যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক হবে। রেলওয়ে বোর্ড সব বিভাগের কাছে যে সমস্ত ট্রেনের স্লিপার কোচ 80 শতাংশের কম যাত্রী নিয়ে চলছে সেই সমস্ত ট্রেনের বিবরণ চেয়ে পাঠিয়েছে। যাত্রীদের যাতে ভ্রমণে কোনো সমস্যা না হয় সেজন্য রেলওয়ে ওই সব স্লিপার কোচকে সাধারণ কোচে রূপান্তর করার কথা ভাবছে।

শীতের মরশুমে অনেক যাত্রী স্লিপার কোচের পরিবর্তে এসি কোচে যাতায়াত করছেন, যার কারণে স্লিপার কোচে যাত্রীর সংখ্যা কম। পাশাপাশি এসি কোচের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শীতের কারণে স্লিপার কোচের 80 শতাংশ পর্যন্ত আসন খালি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

Indian railways Inside coach

একইসঙ্গে সাধারণ টিকিটে ভ্রমণকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে স্লিপার কোচকে সাধারণ কোচের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। রেলওয়ের তরফে বলা হয়েছে যে, এই স্লিপার কোচগুলির বাইরে অসংরক্ষিত লেখা থাকবে। কিন্তু রেল বলেছে যে এই কোচগুলিতে মিডিল বার্থগুলি খোলার অনুমতি দেওয়া হবে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর