এবার থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে দিতে হবে অতিরিক্ত চার্জ! নয়া নিয়ম ফ্লিপকার্টের

বাংলা হান্ট ডেস্ক : নিয়মিত যারা অনলাইনে কেনাকাটা করেন ফ্লিপকার্ট থেকে তাদের জন্য এ যেন এক দুঃসংবাদ। আপনি যদি ফ্লিপকার্টের মাধ্যমে অনলাইন কেনাকাটা করে থাকেন, তাহলে আপনাকে এখন থেকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। দেশীয় এই ই-কমার্স খুচরা বিক্রেতা পণ্যের মূল্য নির্বিশেষে সমস্ত ক্যাশ অন ডেলিভারির অর্ডারের জন্য একটি অতিরিক্ত ফি চালু করেছে৷ তবে প্রিপেইড অর্ডারের জন্য এই ধরনের কোনো ফি দিতে হবে না।

অনলাইন ক্রেতাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে, Flipkart একটি নির্দিষ্ট মূল্যের পাশাপাশি এক্সট্রা ডেলিভারি চার্জ যোগ করবে। Flipkart-এর ওয়েবসাইটে জানা গেছে, “ডেলিভারি চার্জ প্রতিটি কেনাকাটার সাথে সাথে পরিবর্তিত হয়। ফ্লিপকার্ট প্লাস হিসাবে তালিকাভুক্ত পণ্যগুলির জন্য, অর্ডারের মূল্য 500 টাকার কম হলে প্রতি আইটেম ডেলিভারির জন্য 40 টাকা চার্জ প্রযোজ্য হতে পারে। যদিও, 500 টাকা বা তার বেশি অর্ডারগুলি বিনামূল্যে বিতরণ করা হবে।”

Flipkart তার ওয়েবসাইটে আরও লিখেছে যে ডেলিভারি চার্জ লুকানো চার্জ নয় এবং বিক্রেতার শিপিং নীতির উপর নির্ভর করে অতিরিক্ত চার্জ করা হয়। তবে এখন থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি নীতির অধীনে 150 টাকা থেকে 15,000 টাকার পণ্য অর্ডার করলেও ডেলিভারি চার্জ ছাড়াও আপনাকে প্রতি অর্ডারে 5 টাকা অতিরিক্ত দিতে হবে।

flipkart

ফ্লিপকার্ট জানিয়েছে, যে কোনও ডেলিভারি ফি নির্বিশেষে, সমস্ত ক্যাশ অন ডেলিভারির অর্ডারের জন্য 5 টাকা হ্যান্ডলিং ফি নেবে তারা। ফ্লিপকার্ট তাদের সাইটে বলেছে, “হ্যান্ডলিং খরচের কারণে, ক্যাশ অন ডেলিভারি অর্ডারের জন্য নামমাত্র 5 টাকা চার্জ করা হবে। এখনই অনলাইনে অর্থ প্রদান করে এই ফি এড়িয়ে চলুন।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর