একবার চার্জ দিলেই চলবে ১৫০ কিমি! রয়েছে দুর্দান্ত ফিচার্সও, এই ইলেকট্রিক স্কুটারটির দাম জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার। মূলত, ক্রমবর্ধমান জ্বালানির দাম থেকে রেহাই পেতে এবং পরিবেশ দূষণ হ্রাসের লক্ষ্যে EV ব্যবহারের প্রতি আকৃষ্ট হচ্ছেন অধিকাংশজন। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন EV বাজারে নিয়ে আসছে সংস্থাগুলি। বর্তমান প্ৰতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক দুর্দান্ত ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গ উপস্থাপিত করব।

মূলত, হায়দ্রাবাদে স্থিত ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা Pure EV সম্প্রতি তাদের ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে। যার দাম রাখা হয়েছে এক লক্ষ টাকারও কম। পাশাপাশি সেটির বুকিংও ওপেন হয়ে হয়েছে। যা অফিসিয়াল ডিলারশিপের মাধ্যমে বুক করা যাবে এবং এর ডেলিভারিও শীঘ্রই শুরু হবে।

রয়েছে দুর্দান্ত ফিচার্স: বর্তমানে ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটারটি তিনটি রঙে উপলব্ধ হয়েছে। সেগুলি হল ম্যাট ব্ল্যাক, গ্রে এবং হোয়াইট। রেট্রো লুক সহ এই বৈদ্যুতিক স্কুটারটিতে এলইডি হেডল্যাম্পের পাশাপাশি রাউন্ড এলইডি ডিআরএলও রয়েছে।

150 কিমি পর্যন্ত রেঞ্জ: উল্লেখ্য যে, ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটারটিতে পাওয়ারের জন্য একটি AIS 156 সার্টিফাইড 3kWh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা একটি 1.5kW বৈদ্যুতিক মোটরের সাথে সংযুক্ত করা থাকে। এই ইলেকট্রিক স্কুটারটি 100 থেকে 150 কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম। যা Ola S1 Air-এর দাবি করা রেঞ্জের চেয়েও বেশি। এছাড়া এতে তিনটি রাইডিং মোডও দেওয়া হয়েছে।

কত হবে দাম: প্রাপ্ত তথ্য অনুযায়ী, Epluto 7G Pro বৈদ্যুতিক স্কুটারটির এক্স-শোরুম দাম হল 94,999 টাকা। পাশাপাশি, এটি Ola S1 Air-কেও সরাসরি টক্কর দিতে পারে।

pure ev epluto 7g

কোম্পানির লক্ষ্য: Epluto 7G Pro বৈদ্যুতিক স্কুটারটির প্রস্তুতকারী সংস্থা Pure EV ২০২৪ অর্থবর্ষের শেষ পর্যন্ত একটি লক্ষ্য নির্ধারণ করেছে। যার মাধ্যমে ওই কোম্পানিটি সমগ্ৰ দেশে তার ৩০০ টিরও বেশি ডিলারশিপ নেটওয়ার্ক বাড়াতে কাজ করবে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর