১,২ হাজার অতীত! এবার মিলবে ৫০ হাজার টাকা, এই ডকুমেন্টগুলো থাকলেই হবে বাজিমাত

বাংলাহান্ট ডেস্ক : করোনার সময় একটি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। যারা ছোটখাটো ব্যবসা করছেন কিংবা হকারি, তাদের জন্য একটা ঋণের ব্যবস্থা করেছিল সরকার। কোন গ্যারান্টি ছাড়াই তাদের ৫০ হাজার টাকার ঋণ দেওয়ার ব্যবস্থা ছিল এই প্রকল্পে। প্রকল্পটির নাম স্বনিধি যোজনা। বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে প্রকল্পটি।

ব্যবসা শুরু করার জন্য বা চালু ব্যবসাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীরা এই স্বনিধি প্রকল্পের সুযোগ পাবেন। পাবেন ৫০ হাজার টাকা করে। তবে এই ৫০ হাজার টাকা কোনো অনুদান নয়, খুব স্বল্প সুদে ঋণ হিসেবে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনি এই প্রকল্পের সুবিধা নিতে চান? তার জন্য কী করতে হবে? জেনে নিন এই প্রতিবেদন পড়ে।

আরোও পড়ুন : আর মাত্র কয়েক দিন! এই মাস থেকেই চলবে দেশের প্রথম বন্দে মেট্রো, বড় তথ্য দিল রেল

কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতর দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হকারদের জন্য চালু করেছেন প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা। এই যোজনার সুবিধা পেতে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। যেমন, ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকতে হবে। প্রধানমন্ত্রী স্বানিধি যোজনায় ঋণ পেতে হলে স্থানীয় প্রশাসন কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকা বাঞ্ছনীয়।

আরোও পড়ুন: মেয়াদ শেষের আগেই পদত্যাগ বন্ধন ব্যাঙ্কের CEO’র! চন্দ্রশেখর সরে দাঁড়াতেই দেশজুড়ে চর্চা তুঙ্গে

যদি একান্তই ট্রেড লাইসেন্স না থাকে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দেওয়া বৈধ হকার পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে। আর যদি দুটোই থাকে তাহলে আরও ভাল। এই প্রকল্পে প্রাথমিকভাবে একজন হকারকে অত্যন্ত অল্প সুদের হারে ১০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। প্রতি মাসে মাসে ঋণের টাকা শোধ করতে হবে।

প্রথমবারের এই ১০ হাজার টাকার ঋণ যদি সঠিক সময়ে শোধ করে দিতে পারেন, সেক্ষেত্রে পরেরবার কুড়ি হাজার টাকার ঋণ পাবেন ওই ব্যক্তি। দ্বিতীয়বারের কুড়ি হাজার টাকাও যদি সঠিক সময়ে শোধ করে দিতে পারেন, তবে পরবর্তীতে অর্থাৎ তৃতীয়বার ৫০ হাজার টাকার ঋণ পেয়ে যাবেন ঐ ব্যক্তি।

These 7 rules are changing from April 1.

মনে রাখবেন, এই ঋণের জন্য ঋণ নেওয়া ব্যক্তিকে কোনরকম সিকিউরিটি বা জমানত ব্যাঙ্কে রাখতে হবে না। শুধু প্রয়োজন আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডেন্টি কার্ড। https://pmsvanidhi.mohua.gov.in/ এই লিংকে ক্লিক করুন। সেখানে একটি পেজ খুলে যাবে, সেখানে যাবতীয় তথ্য চাইবে। সমস্ত কিছু দেওয়ার পর ওখান থেকেই জানিয়ে দেওয়া হবে আপনি এই ঋণের জন্য যোগ্য কিনা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর