পোস্ট অফিসে বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর! নতুন বছরে আরও বেশি করে পাবেন সুদ

বাংলাহান্ট ডেস্ক : ২০২৩ সাল শুরু হতে চলেছে। নতুন বছর উপলক্ষ্যে সরকার জনগণকে নতুন উপহার দিতে চলেছে। এই উপহার মানুষের সঞ্চয়ের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, যারা পোস্ট অফিসে টাকা জমা করেন তাদের নতুন বছরের উপহার দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

সরকার পোস্ট অফিস এফডি, এনএসসি এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সহ ছোট সঞ্চয় আমানত প্রকল্পগুলিতে সুদের হার ১.১ শতাংশ বাড়িয়েছে। সরকার ঘোষণা করেছে যে এই হারগুলি ১ জানুয়ারি, ২০২৩ থেকে প্রযোজ্য হবে। সরকার প্রধানত পোস্ট অফিস স্কিমগুলিতে সুদের হার বাড়িয়েছে।

অর্থ মন্ত্রকের তরফ থেকে তথ্য দিয়ে বলা হয়েছে যে NAC, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষাণ বিকাশ পত্রে দেওয়া সুদের হারের উপর ১.১ শতাংশ সুদ বৃদ্ধি করা হয়েছে। সুদের হার বাড়ানোর পর জানুয়ারির প্রথম দিন থেকে সমস্ত স্কিমের সুদের হারও পরিবর্তন হবে। এখন মাসিক আয় প্রকল্পে সুদের হার ৭ দশমিক ১ শতাংশে পরিবর্তিত হয়েছে।

সিটিজেন সেভিংস স্কিমে ৮ শতাংশ সুদ দেওয়া হবে। পোস্ট অফিসের এক থেকে পাঁচ বছর মেয়াদী এফডিতে সুদের হার ১.১ শতাংশ বাড়তে চলেছে। এছাড়াও, এখন মাসিক আয় প্রকল্পে ৭.১ শতাংশ সুদ পাওয়া যাবে। একই সাথে, এই স্কিমগুলির মধ্যে কিছু এমনও রয়েছে, যাতে সুদের হার টানা দ্বিতীয় ত্রৈমাসিকেও বৃদ্ধি পেতে চলেছে।

POST OFFICE SCHEME

নতুন সুদের হার অনুসারে, পোস্ট অফিস এক বছরের এফডিতে ৬.৬%, দুই বছরের এফডিতে ৬.৮%, তিন বছরের এফডিতে ৬.৯% এবং পাঁচ বছরের এফডিতে ৭% সুদ দিচ্ছে। অন্যদিকে, জানুয়ারি- মার্চের মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ০.৪ শতাংশ বেশি সুদ দেওয়া হবে। এই স্কিমে আট শতাংশ সুদ দেওয়া হবে। একই সাথে, KVP-এর সুদের হার বেড়ে হয়েছে ৭.২ শতাংশ হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর