এবার করোনা যুদ্ধে নামলেন যুবি, রোগীদের জন্য পুরো দেশে বানাবেন ১০০০ টি বেড

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে সারাদেশ লড়াই করছে করোনার বিরুদ্ধে। করোনাকে হারানোর জন্য সারা দেশ এক হয়ে লড়াই করছে। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রাক্তন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। সারা দেশজুড়ে করোনা রোগীদের সাহায্য করার জন্য এক হাজার শয্যার ব্যবস্থা করা হল যুবরাজ সিংয়ের সংস্থা ‘ইউউইক্যান’ এর পক্ষ থেকেও।

টুইট করে মঙ্গলবার যুবরাজ সিং লিখেছেন, ” করোনার দ্বিতীয় ঢেউ ধ্বংসাত্মক। অগুনতি মানুষের জীবন চলে গিয়েছে, লড়াই করছে হাজার হাজার মানুষ। ‘মিশন 1000 বেড’ এর মাধ্যমে সংকটজনক অবস্থায় থাকা রোগীদের কিছুটা সাহায্য করার চেষ্টা। আপনারাও পাশে থাকুন।” এছাড়া বিশ্বকাপ জয়ী আলরাউন্ডার বলেছেন, ” আমরা প্রত্যেকেই নিজেদের প্রিয় মানুষ হারিয়েছি। চারিদিকেই রয়েছে অক্সিজেনের অভাব। সকলেই নিজের মতো করে চেষ্টা করছেন।”

যুবরাজ সিংয়ের এই উদ্যোগের মাধ্যমে এই মুহূর্তে সাহায্য পাচ্ছে পাঞ্জাব, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, জুম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, কর্ণাটক রাজ্য গুলি। ভবিষ্যতে আরও অন্যান্য রাজ্যগুলিকেও সাহায্য করার কথা জানিয়েছেন যুবরাজ।
উল্লেখ্য, গত বছর লকডাউন এর সময়ও বিভিন্ন উদ্যোগ নিয়ে সাহায্য কাজে নেমেছিল এই সংস্থা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর