যুবির ডাকে সাড়া দিল না BCCI, মুস্তাক আলি ট্রফি থেকে বাদ পড়লেন যুবরাজ

বাংলা হান্ট ডেস্কঃ এখনই ক্রিকেটে ফেরা হচ্ছে না প্রাক্তন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে চেছে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন যুবরাজ সিং কিন্তু এখনও পর্যন্ত যুবরাজ সিংয়ের সেই চিঠি খুলেই দেখেনি বিসিসিআই। যার জেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যুবরাজ সিংয়ের খেলা অনিশ্চিত।

আগামী 10 ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেহেতু পাঞ্জাবের প্রত্যেকটি ম্যাচই হবে আলুরে। সেই কারণে 2 ই জানুয়ারি পুরো পাঞ্জাব দলের আলুরে জড়ো হওয়ার কথা। আর তাই যুবরাজ সিংয়ের জন্য আর অপেক্ষায় থাকে নি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। যুবরাজ সিং কে বাদ দিয়েই তারা সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দল ঘোষণা করে দিল। মনদীপ সিংকে পাঞ্জাব ক্রিকেট দলের অধিনায়ক বাছা হয়েছে।

22223690df1d8509c2785bb26fb59c08760ef06ceba2642a2cc387b662ee78bc53f6cb92

এক নজরে দেখে নেওয়া যাক পাঞ্জাবের পুরো দল:
মনদীপ সিং, অশদীপ সিংহ, গুরকিরাত মান, রোহন মারওয়া, অভিনব শর্মা, অভিষেক শর্মা, সিদ্ধার্থ কউল, অনমোল মালহোত্রা, সনবীর সিংহ, সন্দীপ শর্মা, করণ কাইলা, মায়াঙ্ক মার্কণ্ডে, প্রভসিমনর সিংহ, রমনদীপ সিংহ, বারিন্দর স্মান, বলতেজ ধান্দা, কৃষাণ, গীতাংশ খেরা, হরপ্রীত ব্রার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর