“বাথরুমে ঢুকিয়ে কাঁদিয়েছিল!” বিরাট কোহলি ও BCCI-এর বিরুদ্ধে বিস্ফোরক চাহাল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলকে (Indian Cricket Team) কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটার তাদের প্রতি হওয়া অন্যায়ের কথা তুলে ধরেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) অন্যায় ভাবে অনেক ক্রিকেটারকে বিভিন্ন সময়ে ভারতীয় দলের সুযোগ দেয়নি এই অভিযোগ প্রায়শই শোনা যায়। এই নিয়ে বিশদে খুব বেশি কেউ মুখ খুলতে চান না যতদিন না তিনি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। কিন্তু এবার ব্যতিক্রমী কান্ড করে বসলেন ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzi Chahal)।

এই সময় ভারতীয় দলে তিনি নিয়মিত বললে ভুল বলা হবে না। তবে শুধুমাত্র ওডিআই ফরম্যাটেই মূলত দেখা যাচ্ছে তাকে। খুব শীঘ্রই ফের টি-টোয়েন্টি ফরম্যাটেও মাঠে নামবেন তিনি। তার আগে তিনি ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহের মাটিতে আয়োজিত হওয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সুযোগ না পাওয়া নিয়ে সেই সময় হওয়া তার আফসোসের কথা তুলে ধরেছেন।

২০২১ সালে ওই বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ। এর জন্য অনেকেই দল নির্বাচনকেও দায়ী করে থাকেন। সেই বিশ্বকাপে চাহালের পরিবর্তে বরুণ চক্রবর্তীকে ব্যবহার করছিল ভারতীয় দল। কিন্তু তার ফলে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে মুখ থুবড়ে করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।

IMG 20211004 112200

চাহাল বলেছেন, “২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন আমাকে দলে নেওয়া হয়নি, তখন আমি সবচেয়ে খারাপ অনুভব করেছি। আমি এমনিতে খুব একটা কাঁদি না, তবে বাথরুমে গিয়ে একটু কেঁদেছিলাম। আমার খুব অদ্ভুত লেগেছিল, কারণ তখন বিরাট ছিলেন ভারতের অধিনায়ক এবং আমি আইপিএলেও [আরসিবি- র হয়ে] বিরাটের অধীনে খেলছিলাম। কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করিনি যে কেন আমাকে বাছাই করা হয়নি।”

তবে পরের বিশ্বকাপে তাকে দলে ফেরানো একটা ওভারেও গোটা বিশ্বকাপ জুড়ে বোলিং করার নেই রোহিত শর্মা। তবে সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে। তো তাকে ছাড়া মাঠে নামার সাহস দেখাতে পারবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর