বিপদ বুঝে পাল্টি খেল বাবুউউর মা! পর্ণার বদলে এখন ঈশাকেই দিল‌ থ্রেট, ফাঁস জমজমাট পর্ব

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের (Television) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। প্রতিটি এপিসোডেই এখন চলছে হাই ভোল্টেজ ড্রামা। ডিভোর্সের চিন্তা সরিয়ে পর্ণা (Parna) সৃজন (Srijan) এখন মেতে উঠেছে দুর্গা পুজোর আনন্দে। তবে ঈশা তো চুপচাপ বসে থাকার মেয়ে নয়। আনন্দের মাঝে বিস্বাদের ছড়াতে পর্ণাকে প্রাণে মারার চেষ্টা করল ঈশা।

আসলে দুর্গা পুজো উপলক্ষ্যে সৃজন-পর্ণা যে এতটা কাছাকাছি চলে আসছে এটা ঈশা মানতেই পারছেনা। আর তাই সে আবারও কৃষ্ণার কান ভারি করার চেষ্টা করে। সে বলে, তোমরা সবাই সব কিছু এখন মেনে নিচ্ছো? তোমরা তো চেয়েছিলে ওরা আলাদা হয়ে যায়। তাহলে এখন পুজোর বাহানায় যখন ওরা কাছে আসছে তখন কিছু বলছো না কেন? কৃষ্ণার জবাব, পুজোর আবহে চুপ থাকাই ভালো।

এমন পরিস্থিতিতে কৃষ্ণা ঈশাকে শান্ত থাকার কথা বললে সে সেসব কানেও তোলেনা। এরপর কলা বৌ স্নান করার সময় পর্ণা যখন জলের ধারে দাঁড়িয়ে ছিল, তখন ঈশা গিয়ে পর্ণাকে ঠেলা মেরে ফেলে দেয়। ওদিকে জলে পড়ে শাড়িতে জড়াজড়ি খেয়ে যায় পর্ণা। এদিকে পর্ণাকে ওই অবস্থায় দেখে জলে ঝাঁপিয়ে পড়ে সৃজন।

আরও পড়ুন : স্বপ্নকে করবেন সত্যি! অভিনয়ের টাকা দিয়ে এই বিশেষ কাজটি করতে চান নন্দিনী দিদি

neem phooler madhu neem phooler madhu durga puja.jpg

এত লোকের মাঝেই এই ঘটনা কীভাবে ঘটল তা ভাবতে গিয়ে কৃষ্ণা সত্যিটা বুঝতে পারে। এরপর প্রচন্ড রেগে গিয়ে ঈশাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে, তুমি এমনটা কেন করলে? ওদের আলাদা করতে চেয়েছিলাম। তবে সেটা একেবারেই পর্ণার জীবনের বিনিময়ে নয়। তিনি এটাও জানান যে, তার এইসব কাজের জন্য পুলিশ কেস হলে তিনি সবাইকে জানিয়ে দেবেন যে, এইসব কিছুর জন্য দায়ি ঈশা।

neem phooler madhu neem phooler madhu krishna scolds isha.jpg

আরও পড়ুন : ‘ম্যাডাম’ ডাকতেও মানা! নীতা আম্বানিকে এই বিশেষ নামে ডাকেন বাড়ির চাকররা

এরপরেই কৃষ্ণার হুমকি, ঈশা আর বাড়াবাড়ি করলে তিনি নিজে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। কৃষ্ণার এই রুদ্ররূপ থেকে ঈশা তো রীতিমতো ঘাবড়ে যায়। আসলে পর্ণা যে তার পছন্দের নয় এটা তো সকলেই জানেন। তবে পছন্দের না হলেই যে প্রাণ নিয়ে নিতে হবে এই কথায় বিশ্বাসী নয় সে। আর কৃষ্ণার এই রূপ দেখে বেজায় খুশি দর্শকরাও। ভক্তরা চাইছে শাশুড়ি-বৌমার দূরত্ব যেন এভাবেই আসতে আসতে ঘুচে যায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর