এ কী কাণ্ড! হাতে ত্রিশূল, কপালে ত্রিনয়ন, মা দুর্গার সাজে কী করছেন সৌমিতৃষা?

বাংলা হান্ট ডেস্ক : মহালয়ার (Mahalaya) দিন থেকেই শুরু হয়ে যায় বাঙালির দুর্গাপুজো (Durgapuja)। সাধারণ মানুষ তো বটেই পাশাপাশি সেলিব্রেটিরাও ব্যস্ত হয়ে ওঠে। পুজোর পাঁচদিনের আউটফিট ঠিক করা থেকে শুরু করে মহালয়ার তোড়জোড়__এইসবেই মশগুল থাকে সবাই। দেবী দূর্গার নানা রূপে ধর দেন তারা। কখনও পর্দার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান বা কখনও স্রেফ শুটের জন্যই তাঁরা সেই সাজে সাজেন। তবে সৌমিতৃষা (Soumitrisha Kundu) এটা কী করলেন?

সাধারণত মহালয়ার দিন বা তার আগে থেকেই মা দুর্গা সাজার ধুম পড়ে যায় টলিপাড়ায়। তবে মিঠাইরানির আবার সবকিছুই উলটো উলটো। মহালয়া পেরিয়ে যাওয়ার এতদিন পর সপ্তমীতে আচমকাই দেবী দুর্গার বেশে ধরা দিলেন সৌমিতৃষা। অথচ কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে, মহালয়ার দিন প্রভাতি অনুষ্ঠানের অংশ হতে নাকি তার ভালো লাগেনা।

তবে এইবার সেই মিঠাইরানিই তাক লাগিয়ে দিলেন। সপ্তমীর দিন ভাইরাল হল মা দুর্গা বেশে সৌমিতৃষার নয় লুক। হাতে ত্রিশূল নিয়ে, বেশ রাগী রাগী চোখ করে তাকিয়ে রয়েছেন তিনি। কপালে আঁকা হয়েছে ত্রিনয়ন, পরনে লাল বেনারসি আর তার সাথে মানানসই অলঙ্কার। দেবী দুর্গার মত পোজও দিয়েছেন নায়িকা।

আরও পড়ুন : ভক্তদের জন্য সুখবর, পর্দায় ফিরছেন ‘রুদ্রিক’ সুস্মিত! সঙ্গে রয়েছেন এই হট অভিনেত্রী

ভাইরাল এই ছবিগুলিতে দেখা যাচ্ছে, কখনও গ্রীনরুমে তো কখনও আবার রাস্তায় দাঁড়িয়ে পোজ দিচ্ছেন তিনি। ছবিগুলি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, ‘এই যে দিনকয়েক আগেই বললে, তোমার নাকি এসব ভালো লাগে না?’ তবে এই প্রশ্নের উত্তর নায়িকার ক্যাপশনেই দেওয়া আছে। সেখানে তিনি স্পষ্টই লিখে দিয়েছেন যে, ‘এগুলো ছিল গ্যালারিতে’।

আরও পড়ুন : জেলায় জেলায় পৌঁছে গেল ‘শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান’! অনির্বাণ গাঙ্গুলীর উদ্যোগ পেল বিপুল সাড়া

 

অর্থাৎ এসব তার এখনকার তোলা ছবি নয়। আগেকার কোনও ফটোশুটের ছবি তিনি শেয়ার করেছেন। তে পুরনো হোক কী নতুন, মিঠাই ভক্তরা তো এই ছবি দেখে বেজায় খুশি। উল্লেখ্য, সৌমিতৃষাকে এরপর দেখা যাবে ‘প্রধান’ ছবিতে। ডেবিউ ছবিতেই দেবের সাথে কাজ করছেন তিনি। আর তাও আবার সোজা নায়িকার চরিত্রে। আসন্ন শীতেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর