জ্বলে ওঠার আগেই নিভে গেল তুবড়ি, মাত্র দশ মাসেই শেষ জি এর আরেক মেগা

বাংলাহান্ট ডেস্ক: একদিক দিয়ে নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে, অন‍্যদিক দিয়ে বন্ধও হয়ে যাচ্ছে একের পর এক। মেগা সিরিয়ালের অলিখিত নিয়ম ভেঙে এখন এক-দু বছরেই ইতি টানা হয় গল্পে। কিন্তু সাম্প্রতিক কালে এক বছরও চলছে না বেশিরভাগ সিরিয়াল। মাত্র কয়েক মাস পরেই অকালে শেষ হয়ে যাচ্ছে গল্পগুলি। এই বন্ধের তালিকাতেই নাম লেখাল আরো এক সিরিয়াল ‘উড়ন তুবড়ি’ ।

‘ফুলঝুরিও নই, কালিপটকাও নই। আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিভি না’, এমনি ধামাকাদার সংলাপ দিয়ে শুরু হয়েছিল উড়ন তুবড়ির পথচলা। কিন্তু ভাল ভাবে জ্বলে ওঠার আগেই জল ঢেলে দেওয়া হল সিরিয়ালের গল্পে। প্রথমে সন্ধ‍্যা ছটায় দেওয়া হয়েছিল উড়ন তুবড়ির টাইম স্লট। কিন্তু একবারের জন‍্যও সেরা দশে জায়গা করতে পারেনি সিরিয়ালটি।

Uron tubri 1
কিছুদিন যেতে না যেতেই নতুন সিরিয়ালের চাপে টাইম স্লট খোয়ায় তুবড়ি। জায়গা হয় সোজা রাত দশটার স্লটে। আরো কমতে থাকে টিআরপি। এবার শোনা যাচ্ছে, বন্ধই হয়ে যাবে উড়ন তুবড়ি। একের পর এক নতুন সিরিয়াল এসে চলেছে জি বাংলায়। দুটি নতুন গল্প শুরু হয়ে গিয়েছে। অপেক্ষায় আরো দুটি।

এতশত নতুন সিরিয়ালগুলিকে জায়গা দিতে বিদায় নিতে হবে পুরনোদেরই। জি তে এই মুহূর্তে সবথেকে পুরনো সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘মিঠাই’। এর মধ‍্যে পথ খুব তাড়াতাড়ি ফুরাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অন‍্যদিকে মিঠাইয়ের সবে নতুন ট্র‍্যাক শুরু হয়েছে এবং টিআরপিও মন্দ উঠছে না। তাই শেষমেষ খাঁড়ার কোপ পড়তে চলেছে তুবড়ির ঘাড়ে।

পর্দার তুবড়ি ওরফে অভিনেত্রী সোহিনী বন্দ‍্যোপাধ‍্যায়ও সংবাদ মাধ‍্যমকে জানান, তিনিও শুনেছেন সিরিয়াল শেষ হয়ে যাবে। যদিও কবে শেষ হবে আর অন্তিম শুটিংই বা কবে হবে তা তিনি জানেন না বলেই মন্তব‍্য করেন সোহিনী।

তিন বোনের গল্প নিয়ে প্রায় দশ মাস আগে শুরু হয়েছিল উড়ন তুবড়ি। বাবা থেকেও নেই। অভাবের সংসারে মায়ের পাশে দাঁড়িয়েছিল তিন বোন। বিয়ের পরেও নিজের পুলিস হওয়ার স্বপ্ন পূরণ করে তুবড়ি। কিন্তু গল্পটি প্রথম থেকেই দর্শক টানতে ব‍্যর্থ হয়েছিল‌ শুধু মাত্র টিআরপির কারণে নাকি উড়ন তুবড়ি বন্ধ হয়ে যাওয়ার নেপথ‍্যে অন‍্য কোনো কারণ রয়েছে তা জানা যায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর