করোনার কামড়ে আবারো কর্মী ছাঁটাই! ১৩ শতাংশ কর্মীকে বরখাস্ত করল এই ভারতীয় সংস্থা

বাংলাহান্ট ডেস্কঃ অর্থনৈতিক সংকট ঠেকাতে uber এর পর ১৩ শতাংশ কর্মী ছাঁটাই এবং বাকিদের ক্ষেত্রে আপাতত ৫০ শতাংশ পর্যন্ত বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফুড ডেলিভারি সংস্থা Zomato!

zomato

zomato এর কর্ণধার জানান, প্রায় ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। একই সাথে আগামী ছয় মাস সংস্থার কর্মীদের ৫০ শতাংশ পর্যন্ত বেতন কমানোর সিদ্ধান্তও নিয়েছে zomato। তবে জানানো হয়েছে, বেতন কাঠামো অনুযায়ী বেতন কমানো হবে। পাশাপাশি যারা কর্মহীন হয়েছেন তারা কাজ খুঁজে নেওয়ার জন্য দুসপ্তাহ সময় পাবেন। এই দুসপ্তাহ তারা বাড়ি বসেই বেতন পাবে।

এর আগে, মাত্র তিন মিনিটের জুম কলে কাজ হারিয়েছেন ১৪ শতাংশ উবের কর্মী৷ কাস্টমার সার্ভিস বিভাগের প্রায় ৩৫০০ কর্মীকে বরখাস্ত করে সংস্থা।এছাড়াও আরো বেশ কয়েকটি বিভাগের ২০০ কর্মীকেও দেওয়া হয় এই দুঃসংবাদ।

কিছুদিন আগেই এই সংস্থার খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ ‘উবের ইটস’ ঘোষণা করেছিল পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা। এবার ক্রেতা সুরক্ষাতে কাজ হারালেন ৩৫০০ মানুষ। ২০২০-এর প্রথম তিনমাসে এই সংস্থা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।

সম্পর্কিত খবর