রিলে নাচতেই ‘ট্রোলড’ অপরাজিতা! বেজায় খেপে গিয়ে ঠিক যা যা বললেন অভিনেত্রী….

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অপরাজিতা আঢ্য। এমনিতেই অপরাজিতা বেশ অ্যাকটিভ থাকেন সোশ্যাল মাধ্যমেও। বিভিন্ন সময়ে তিনি ছবি, ভিডিও, রিলস পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। অপরাজিতা মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার নাচের ভিডিও। নাচের ভিডিও দেখে অনেক সময় কটাক্ষ করেন বহু ব্যবহারকারী।

অপরাজিতা তাদের উদ্দেশ্যে বলেছেন, “পাঁচ লাখ লোক যদি আমার ভিডিও লাইক করে তাহলে ৫/৬ জন লোক এরকম মন্তব্য করে। তাদের নিশ্চই মানসিক প্রতিবন্ধকতা, মানসিক সমস্যা রয়েছে। আমি সহানুভূতিশীল তাদের প্রতি। কেন নিজেকে ছোট করব তাদের জবাব দিয়ে? সত্যি বলতে আমার অতো সময় নেই, আমি ওগুলো দেখি না বা পড়ি না।”

আরোও পড়ুন : বরাত জোরে বেঁচে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! এই খুদে যেভাবে রক্ষা করল ….ধন্যি ধন্যি করছে সকলেই

এবার স্টার জলসার লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’য় নতুন রূপে দেখা যাবে অপরাজিতাকে। এর আগে অপরাজিতার অভিনীত ধারাবাহিক ‘লক্ষ্মী কাকীমা সুপারস্টার’ বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। কয়েক মাসের বিরতি নিয়ে আবার ছোট পর্দায় অপরাজিতা ফিরছেন কোজাগরী বসু হয়ে।

আরোও পড়ুন : দুরত্ব কমতেই চমক দীপা-সূর্যর, কামাল দেখাচ্ছে শ্রাবণ-ওমকারের জুটিও! এই সপ্তাহে TRP টপার কে?

অপরাজিতা বলছেন, “আমি খুব কম লেখক-লেখিকার চিত্রনাট্যে কাজ করি। তাদের মধ্যে একজন লীনা গঙ্গোপাধ্যায়। যখন জানতে পারি চরিত্রটা উনি লিখছেন, তখন বুঝতে পেরেছিলাম যে একদম সঠিক বিচার হবে। দারুন জায়গায় যাবে সেটা। মানুষ আরাম পাবেন চরিত্রটা দেখে। ওনার লেখা বলে আমি রাজি হয়েছি, কিন্তু অনর রয়েছি নিজের শর্তে।”

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

কিন্তু লিডিং অভিনেত্রী হয়ে কাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন তিনি? অপরাজিতার সাফ উত্তর, “অবশ্যই আমি রয়েছি প্রতিযোগিতায়। তবে আমিই আমার সব থেকে বড় প্রতিযোগি। আজ যদি আমি এক পা হাঁটি, তাহলে দু পা হাঁটব কাল। যতদিন বাঁচব ততদিন প্রতিযোগিতা থাকবে নিজের সাথে।” ফলে, অভিনেত্রী যে ট্রোলিংকে পাত্তা দেন না তা বোঝাই যায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X