আসামে ‘ব্যান’ গোমাংস! আসছে নয়া আইন, ধরা পড়লেই কঠোর শাস্তি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যেমন কথা তেমন কাজ। ইঙ্গিত দিয়েছিলেন আগেই। এবার করে দেখালেন কাজেও। গোমাংস ভক্ষণ পুরোপুরি নিষিদ্ধ করে দিল আসাম (Assam) সরকার। বুধবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যা প্রকাশ্যে আসার পর থেকেই দেশব্যাপী ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এদিন তিনি আসামের (Assam) সমস্ত হোটেল, রেস্তরাঁ, এমনকি অনুষ্ঠানবাড়িতেও গোমাংস পরিবেশন করা পুরোপুরি নিষিদ্ধ করার কথা ঘোষণা করে দিয়েছেন। 

আসামে (Assam) নিষিদ্ধ হল গোমাংস!

ইতিপূর্বে গোহত্যা আটকানোর জন্য একটি আইন আনা হয়েছিল। এবার সেই আইনের তিন বছর পূর্তিতেই আরও এক নতুন আইন আনলেন হিমন্ত বিশ্ব শর্মা। খাদ্যাভ্যাস প্রত্যেকেরই একান্ত ব্যক্তিগত বিষয়। এবার সেক্ষেত্রে হস্তাক্ষেপ করায় হিমন্ত সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে তাঁদের দাবি মানুষ কী খাবেন আর কী খাবেন না এই বিষয়ে সরকার কোনদিনও হস্তক্ষেপ করতে পারে না।

পাশাপাশি প্রশ্ন উঠছে  বিজেপি সরকার তো দেশের  অন্যান্য রাজ্যেও রয়েছে, তাহলে সেখানে কেন গোমাংস নিষিদ্ধ করা হচ্ছে না? প্রসঙ্গত এদিন আসামের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার পর মন্ত্রী পীযূষ হাজারিকা সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ দিলাম আসামের বিফ ব্যানের নতুন আইনকে সমর্থন করুন। নইলে পাকিস্তানে চলে যান।’

আরও পড়ুন: মিলবেই DA! এবার নয়া ‘চাল’ বাংলার সরকারি কর্মীদের, কতটা চাপে মমতা সরকার?

প্রসঙ্গত বুধবার ঘোষণা করা হলেও বিগত বেশকিছুদিন ধরেই গোমাংস বন্ধ করার বিষয়ে ইঙ্গিত দিচ্ছিলেন হিমন্ত। রবিবারের সাংবাদিক বৈঠকেও উঠে এসেছিল এই প্রসঙ্গ। বুধবার সাংবাদিক বৈঠকে অসম মুখ্যমন্ত্রী জানান,রাজ্যের ক্যাবিনেট গোমাংস ভক্ষণ নিয়ে বৈঠকে করেই এই সিদ্ধান্ত নিয়েছে।

সেইসাথে তিনি এদিন আরও জানান গোমাংস নিয়ে যে আইন রয়েছে সেটিও নাকি  সংশোধন করা হবে। এতদিন নিয়ম ছিল গোমাংস বিক্রি করা যাবে না। কিন্তু এবার তা সংশোধন করে পুরোপুরি ‘ব্যান’ করে দিল বিজেপি সরকার।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X