SBI-র গ্রাহকদের জন্য সুখবর! এবার সহজেই হয়ে যান মালামাল, বড় পদক্ষেপ ব্যাঙ্কের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI (State Bank Of India) তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায়শই তার গ্রাহকদের সুবিধার্থে একের পর এক দুর্ধর্ষ স্কিম সামনে আনে। যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হতে পারেন গ্রাহকেরা। সেই রেশ বজায় রেখেই SBI তার গ্রাহকদের জন্য দু’টি বিশেষ FD স্কিম চালু করেছে। সেগুলির নাম হল SBI অমৃত বৃষ্টি এবং SBI অমৃত কলশ স্কিম। এই দু’টি স্কিমই সীমিত সময়ের জন্য এবং বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুদের হার পাওয়ার সুযোগ প্রদান করে। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আছে আমরা এই স্কিমগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

SBI (State Bank Of India)-র গ্রাহকদের জন্য সুখবর:

SBI অমৃত বৃষ্টি স্কিম: প্রথমেই আমরা জানাবো, SBI (State Bank Of India) অমৃত বৃষ্টি স্কিম সম্পর্কে। এই বিশেষ FD-র সময়কাল ৪৪৪ দিন এবং সুদের হার বিভিন্ন নাগরিকদের জন্য আলাদা। সাধারণ নাগরিকদের জন্য এই স্কিমে সুদের হার প্রতি বছরে ৭.২৫ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য এটি প্রতি বছরে ৭.৭৫ শতাংশ। এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ আগামী ৩১ মার্চ, ২০২৫। বিনিয়োগকারীরা এই স্কিমটিতে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করতে পারেন।

Big update for State Bank of India customers.

জানিয়ে রাখি যে, যদি একজন প্রবীণ নাগরিক এই স্কিমে ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ৪৪৪ দিন পরে তিনি আনুমানিক ৫,৪৭,৯৪৫ টাকা পাবেন। যার মধ্যে ৪৭,৯৪৫ টাকার সুদ অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: বাবা অটো রিকশা চালক! ডোমেস্টিক ক্রিকেট না খেলেই দাপট IPL-এ, কীভাবে ভিগনেশকে খুঁজে পেল MI?

SBI অমৃত কলশ স্কিম: SBI-এর এই বিশেষ FD স্কিমটি ৪০০ দিনের জন্য এবং এতে সুদের হারও আলাদা। সাধারণ নাগরিকদের জন্য এই স্কিমে সুদের হার বার্ষিক ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমের ক্ষেত্রে সুদের হার হল বার্ষিক ৭.৬০ শতাংশ। SBI (State Bank Of India) অমৃত কলশ স্কিমের ক্ষেত্রেও বিনিয়োগের শেষ তারিখ হল ৩১ মার্চ ২০২৫। যদি একজন সাধারণ নাগরিক এই স্কিমে ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৪০০ দিন পরে তিনি আনুমানিক ৫,৩৮,০৮২ পাবে। যার মধ্যে ৩৮,০৮২ টাকা সুদ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: পাত্তা পেলনা আমেরিকার হুমকি! রাশিয়ার হাত ধরে এবার ভারত যা করল…..জানলে হবেন “থ”

SBI প্যাট্রন স্কিম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SBI (State Bank Of India) সুপার সিনিয়র সিটিজেনদের (৮০ বছর বা তার বেশি বয়সী) জন্য “SBI প্যাট্রন” নামে একটি নতুন টার্ম ডিপোজিট ভেরিয়েন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই স্কিমের অধীনে, সুপার সিনিয়র সিটিজেনদের প্রবীণ নাগরিকদের জন্য প্রযোজ্য সুদের হার থেকে ১০ বেসিস পয়েন্ট (BPS) বেশি সুদের হার দেওয়া হবে। মূলত, প্রবীণ নাগরিকদের অতিরিক্ত আর্থিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X