নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার! ‘চিরতরে পার্থর মুখ বন্ধ করতে চাইছে তৃণমূল’! তোলপাড় বাংলা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জেলের চার দেওয়ালের মধ্যেই বর্তমানে জীবন কাটছে তাঁর। এবার সেই পার্থর নিরাপত্তা সুনিশ্চিতকরণের সওয়াল তোলা হল। তাঁকে চিরতরে সরিয়ে দিতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এমনই দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত (Jyotirmay Singh Mahato)। একইসঙ্গে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।

পার্থকে (Partha Chatterjee) নিয়ে বিস্ফোরক দাবি!

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি সাংসদ। জ্যোতির্ময় চিঠিতে লেখেন, ‘এসএসসি মামলায় মূল অভিযুক্ত, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। রাজ্য সরকার চালিত এসএসকেএম থেকে উনি নিজেকে বেসরকারি হাসপাতালে সরিয়ে নিয়েছেন। অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল নেতাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এসএসকেএম। সাম্প্রতিক ট্রান্সফার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে’।


বিজেপি সাংসদ দাবি করেছেন, বিশ্বস্ত সূত্র থেকে তিনি খবর পেয়েছেন, মামলা যখন নিষ্পত্তির মুখে, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস পার্থকে (Partha Chatterjee) সরিয়ে দিতে চাইছে। তিনি লিখেছেন, ‘চিরতরে ওঁর মুখ বন্ধ করে দিতে চাইছে। এমন গুরুতর পরিস্থিতিতে ওঁর নিরাপত্তা সুনিশ্চিতকরণে আপনাকে অনুরোধ জানাচ্ছি। ওঁর কোনও ক্ষতি হলে বিচারপ্রক্রিয়ার ওপর প্রভাব পড়বে। রাজ্যের মানুষ দুর্নীতির সত্যতা জানতে পারবে না’।

আরও পড়ুনঃ জলাতঙ্ক রোগীদের স্বেচ্ছামৃত্যুর আবেদন! খারিজ করে দিল হাইকোর্ট! সুপ্রিম কোর্ট কী বলল?

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ট্যাগ করে একটি পোস্ট করেন জ্যোতির্ময় সিং মাহাত। ক্যাপশনে লেখা, ‘বাংলার এসএসসি দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আবেদন জানাই, স্কুল সার্ভিস কমিশন পাকাপাকিভাবে তুলে দিন। যোগ্য প্রার্থীদের ন্যায়বিচার দিন। পার্থ চট্টোপাধ্যায়কে নিরাপত্তা দিন। তৃণমূল চিরতরে ওঁর মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে’।

Partha Chatterjee health condition in SSKM Hospital

নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা চেয়ে রাজ্যপাল বোসকেও চিঠি দিয়েছেন বিজেপি (BJP) সাংসদ। সেখানে স্কুল সার্ভিস কমিশনকে তোপ দেগেছেন তিনি। জ্যোতির্ময়ের দাবি, ‘এসএসসি একটি ব্যর্থ প্রতিষ্ঠান। শুধুমাত্র এখনকার তৃণমূল সরকারের জমানাতেই নয়, বাম আমল থেকেই। সিপিএমের তদানীন্তন বিধায়ক, এখন যারা তৃণমূলে, সেই সময় তাঁরা প্রকাশ্যে অবৈধ নিয়োগের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁদের কেউ কেউ রাজ্য সরকারের মন্ত্রীও। দুর্নীতির শিকড় এত গভীরে সেটা নিরাময় করা সম্ভব নয়’।

এসএসসি তুলে দিয়ে নয়া বোর্ড গঠনের পরামর্শ দিয়েছেন বিজেপি সাংসদ। এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জ্যোতির্ময়কে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পার্থর (Partha Chatterjee) নিরাপত্তা ও এসএসসি তুলে দেওয়ার আর্জি, দুই বিষয়ে আক্রমণ শানান তিনি। কল্যাণ বলেন, ‘যত অশিক্ষিত লোক হলে যায় হয় তা বলে যাচ্ছে। এসএসসি ভাঙা যায়? একজন এমনি এসব বলছেন! পার্থ চট্টোপাধ্যায় যদি নিরাপত্তা চেয়ে থাকেন, ওরা দিয়ে দিন নিরাপত্তা’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X