এটা কী হচ্ছে! ভরা মঞ্চে রচনাকে বকা মুখ্যমন্ত্রীর! আচমকা কী হল? হু হু করে ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু ‘দিদি নম্বর ওয়ান’ নন, তিনি এখন হুগলির সাংসদও বটে। এবার সেই রচনাকেই দুর্গাপুজো কার্নিভালের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে বকুনি খেতে হল। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

  • রচনাকে কেন বকুনি দিলেন মমতা (Mamata Banerjee)?

একসময় নিজের অভিনয়ের মাধ্যমে টলিউড কাঁপিয়েছেন। নাচের মাধ্যমে আদায় করেছেন অজস্র মানুষের প্রশংসা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুক্ত কণ্ঠে তাঁর প্রশংসা করেছেন। তবে এবার নিজের নাচের জন্যই মুখ্যমন্ত্রীর কাছে বকুনি খেতে হল হুগলির সাংসদকে। মঙ্গলবার দুর্গাপুজো কার্নিভালের (Durga Puja Carnival) মাঝেই বকা খান তিনি।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

প্রত্যেক বছরের মতো চলতি বছরও দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করেছিল রাজ্য। সেখানে হাজির ছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা (Rachana Banerjee)। হাতে ডান্ডিয়া তুলে নাচতেও দেখা যায় তাঁকে। তবে প্রথম প্রথম তাঁর স্টেপ মেলাতে একটু অসুবিধা হচ্ছিল। সেটা চোখে পড়ে মুখ্যমন্ত্রীর। একটা সময় খানিকটা বিরক্ত হয়েই হুগলির সাংসদকে ডান্ডিয়া শেখাতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুনঃ আমরণ অনশনের মাঝেই জুনিয়র ডাক্তারদের দাবি মানল সরকার! শুনেই দেবাশিসরা বললেন…

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, ডান্ডিয়া হাতে জুন মালিয়া, নুসরত জাহানদের সঙ্গে মেতে উঠেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। রচনাও তাল মেলানোর চেষ্টা করছিলেন। তবে বারবার তাঁর স্টেপ মিস হয়ে যাচ্ছিল! এরপর খোদ মুখ্যমন্ত্রী তাঁকে শিখিয়ে দেন। বাধ্য ছাত্রীর মতো সবটা শিখে নেন ‘দিদি নম্বর ওয়ান’। কিছুক্ষণের মধ্যেই সবার সঙ্গে তাল মিলিয়ে ডান্ডিয়া নাচতে দেখা যায় তাঁকে।

Rachana Banerjee Mamata Banerjee

রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে রচনাকে। কখনও তাঁর ‘ধোঁয়া ধোঁয়া’ মন্তব্য নিয়ে ঠাট্টা হয়েছে, কখনও আবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে ‘কুইন্টাল কুইন্টাল জল’। এখন যেমন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছ থেকে তাঁর ‘বকুনি’ খাওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X