দুর্দান্ত উপহার পেল পর্যটকরা! দিঘার সমুদ্রে এই প্রথম ভাসল ক্রুজ, কত খরচ হল?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর নতুন ভাবে দিঘাকে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে। পর্যটকদের আকর্ষণ করতে  নতুন পার্ক ও অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা চালু করেছে সরকার। এবার দিঘার পর্যটকদের জন্য অপেক্ষা করছে আরো একটি বড় উপহার। সম্প্রতি দিঘার সমুদ্র ট্রায়াল রান হয়ে গেল প্রমোদতরীর।

পুজোর মধ্যেই এই ট্রায়াল রান হওয়ায় নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছেন পর্যটকরা। তবে আর কিছুদিন অপেক্ষা করতে হবে পর্যটকদের নতুন এই প্রমোদতরীর চড়ে আনন্দ উপভোগ করার জন্য। কর্তৃপক্ষের ধারণা দিঘার সমুদ্রে যদি পাকাপাকি ভাবে প্রমোদতরী চালানো হয় তবে আরও বেশি পরিমাণ পর্যটক এখানে ঘুরতে আসবেন।

আরোও পড়ুন : লাগবে না এক টাকাও, ফ্রিতেই পাবেন ভিসা! এই দেশ এবার ভারতীয়দের দিচ্ছে সস্তায় বিদেশ ঘোরার সুযোগ

সুসজ্জিত প্রমোদতরী চলাচল করে গোয়ায়। এবার সেই পথেই খানিকটা হাঁটতে চলেছে দিঘা। হলদিয়া উন্নয়ন সংস্থা ‘এমভি নিবেদিতা’ নামে এই প্রমোদতরীটি তুলে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে। এই প্রমোদতরীটি চলাচল শুরু করলে দিঘার পর্যটন মানচিত্রে একটি নতুন অধ্যায় যোগ হবে।

আরোও পড়ুন : আগামী মাস থেকেই চড়া দামে বিকোবে মদ! পুজোর আবহে কত টাকা বেশি দিতে হবে? দেখুন

এই প্রমোদতরী চেপে সমুদ্র বক্ষে ঘোরার সুযোগ পাবেন পর্যটকেরা। এর সাথে উপভোগ করা যাবে প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন পর্যটকরা। এছাড়াও বিনোদনের জন্য থাকবে নাচ-গানের ব্যবস্থা। সব মিলিয়ে বলা যায়, জমজমাট আয়োজন করা হয়েছে এই প্রমোদতরীতে।

img 20231025 140348

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিকল্পনা নিয়েছে এই প্রমোদতরী চম্পা নদী ক্যানেল থেকে দিঘা মোহনা হয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকার শৌলা পর্যন্ত চালানোর। এই প্রমোদতরীতে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকবে পর্যটকদের জন্য। এই প্রমোদতরীটির নবমীর দিন ট্রালাল রান করা হয় নায়েকালি ব্রিজ সংলগ্ন চম্পা নদী ক্যানেলে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X