আর কত বছর ক্রিকেট খেলবেন বিরাট কোহলি? রাখঢাক না রেখে জানালেন কোচ, খুশি অনুরাগীরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় খুব সহজেই স্থান করে নিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। তিনি মাঠে নামলেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে বাড়তি উত্তেজনা পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, একাধিক দুর্ধর্ষ রেকর্ডের অধিকারীও তিনি। বর্তমানে কোহলি বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলছেন। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও পরের ম্যাচগুলিতে তিনি বড় রান করতে পারেননি।

আর কত বছর ক্রিকেট খেলবেন বিরাট কোহলি (Virat Kohli):

এদিকে, বিগত ইনিংসগুলিতে কোহলির (Virat Kohli) ব্যাট থেকে রান না আসায় সোশ্যাল মিডিয়ায় তিনি সমালোচনার সম্মুখীন হন। এমনকি, কিছুজন তাঁকে অবসর নেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন। তবে, এবার কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার একটি বড় বিবৃতি সামনে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন কোহলি আর কতদিন ক্রিকেট খেলবেন। ইতিমধ্যেই এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

“আরও পাঁচ বছর ক্রিকেট খেলবেন বিরাট”: দৈনিক জাগরণকে দেওয়া এক বিবৃতিতে রাজকুমার শর্মা বলেছেন, বিরাট কোহলি (Virat Kohli) আগামী পাঁচ বছর ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। ২০২৭ সালে সম্পন্ন হতে চলে ODI বিশ্বকাপেও কোহলি টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন রাজকুমার। এদিকে, কিংবদন্তি ব্যাটারের প্রাক্তন কোচের এই বক্তব্যে কোহলির ভক্তরা অবশ্যই খুশি হয়েছেন। কারণ, বিরাটের অনুরাগীরাও চান কোহলি যাতে ২০২৭ সালের ODI বিশ্বকাপে অংশগ্রহণ করে ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন।

আরও পড়ুন: ITR ফাইল না করলেই এবার “ফ্রিজ” হবে অ্যাকাউন্ট! কেনা যাবেনা গাড়িও, বড় পদক্ষেপের পথে সরকার

প্রসঙ্গত উল্লেখ্য, কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন আলোচনা চলছে। তিনি মাঝেমধ্যে কয়েকটি বড় ইনিংস খেললেও তাঁকে আর পুরনো ফর্মে দেখা যাচ্ছে না। যার ফলে দলেও প্রভাব পড়ছে। অ্যাডিলেড এবং ব্রিসবেন টেস্টে কোহলি যেভাবে আউট হয়েছিলেন, তাতে তাঁর পুরোনো ভুলের পুনরাবৃত্তি ঘটেছে। যেটি সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি খেলোয়াড়কেও খুশি করেনি। তিনি কোহলিকে সিডনিতে খেলা সচিন তেন্ডুলকারের ২৪১ রানের ইনিংস থেকে অনুপ্রেরণা নেওয়ার পরামর্শও দিয়েছেন। যদিও গাভাস্কারের এই পরামর্শ পছন্দ করেননি কোহলির প্রাক্তন কোচ।

আরও পড়ুন: “দলে অপমান করা হয়েছে”, উপায় না পেয়েই অবসর নিয়েছেন অশ্বিন? বিস্ফোরক প্রতিক্রিয়া তাঁর বাবার

রাজকুমার জানিয়েছেন, বিরাট (Virat Kohli) ২০০৮ সাল থেকে ভালো পারফর্ম করছেন। মাত্র দুই ইনিংসের ভিত্তিতে বলাটা অন্যায় হবে যে তিনি ফর্মে নেই। এই সিরিজে ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। এমতাবস্থায় রাজকুমার প্রশ্ন তুলেছেন, এই সিরিজে আর কতজন খেলোয়াড় সেঞ্চুরি করেছেন? এর পাশাপাশি কোহলি শীঘ্রই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। জানিয়ে রাখি যে, বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচটি মেলবোর্নে সম্পন্ন হবে। পাশাপাশি, ওই টেস্টটি আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ খেলার জন্য মেলবোর্নে পৌঁছে গেছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X