ঐশ্বর্য আউট, সুহানা ইন! সত্যিই বচ্চন পরিবারের নতুন বউ হচ্ছেন শাহরুখ কন্যা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের তরুণ প্রজন্মেও লেগেছে প্রেমের হাওয়া। বচ্চন পরিবারে একই সঙ্গে অব্যাহত বিচ্ছেদ এবং নতুন শুরুর গুঞ্জন। অমিতাভ বচ্চনের বউমা ঐশ্বর্য রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জনের সঙ্গেই পরিবারে নতুন সদস্য যোগ হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। শাহরুখ খান কন্যা সুহানা খান (Suhana Khan) নাকি পা রাখতে চলেছেন বচ্চন পরিবারে। তবে কি এবার খানের সঙ্গে বচ্চন ফ্যামিলির সম্বন্ধ তৈরি হতে চলেছে?

সুহানা (Suhana Khan) অগ্যস্তর নতুন জুটি

বেশ অনেকদিন ধরেই এক নতুন জুটিকে নিয়ে গুঞ্জন বলিপাড়ায়। তাঁরা হলেন সুহানা খান (Suhana Khan) এবং অগ্যস্ত নন্দা। বিগ বির নাতিকে নাকি মন দিয়ে বসেছেন শাহরুখ কন্যা। প্রায়ই দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। অনেক সময় সঙ্গে থাকেন অগ্যস্তর মা শ্বেতা বচ্চন নন্দাও। কিন্তু কীভাবে সূত্রপাত এই সম্পর্কের?

আরো পড়ুন : ‘যার জন্য কাজ ছেড়েছিলাম সেই যখন…’, নাম না করে কোন ‘প্রাক্তন’কে ইঙ্গিত শুভশ্রীর?

সিনেমার সেটেই প্রেম দুজনের

আসলে সুহানা (Suhana Khan) এবং অগ্যস্ত দুজনেই ডেবিউ করেছেন একসঙ্গে, একই ছবিতে। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’এ একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। সূত্রের খবর, সেই ছবির সেট থেকেই নাকি দুজনের প্রেমের শুরু। প্রথম প্রথম ক্যামেরা দেখলেই মুখ লোকাতেন সুহানা (Suhana Khan)। কিন্তু এখন আর সেসবের ধার ধারেন না তিনি। বেশ বুক চিতিয়েই প্রেম করছেন দুজনে। সম্প্রতি রানি মুখার্জির দিওয়ালি পার্টিতেও একই গাড়িতে আসতে দেখা গেল সুহানা এবং অগ্যস্তকে। পুরো সময়টা অগ্যস্তর দিক থেকে চোখই সরল না শাহরুখ কন্যার।

আরো পড়ুন : এই অভিনেত্রীর সঙ্গে চুম্বন ছিল ‘বেস্ট’, সবথেকে ‘জঘন্য’ চুম্বন কার সঙ্গে? বিষ্ফোরক উত্তর ইমরানের

দুই পরিবারেই হয়েছে জানাজানি

জানা যাচ্ছে, দুই তারকা সন্তানের বাড়িতেই নাকি এই সম্পর্কের কথা জানে। উপরন্তু শ্বেতার নাকি পুত্রবধূ হিসেবে বেশ পছন্দও সুহানাকে (Suhana Khan)। তবে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। সুহানা অগ্যস্তও বেশ ‘ধীরে চলো’ নীতি নিয়ে এগোচ্ছেন।

Suhana Khan

তবে এই সম্পর্কের সঙ্গে সঙ্গেই আরেকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিষেক ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। তবে কি সত্যিই একজন পরিবার ছেড়ে বেরিয়ে যাবেন আর আরেকজনের এন্ট্রি হবে? খান পরিবারের সঙ্গে বাস্তবেই আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় কিনা বচ্চনদের সেটাই দেখার অপেক্ষায় আমজনতা।

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X