বড় চুল, মুখ ভরা দাড়িতে ছবির শ্যুটে মিঠাই-এর ‘সিড’! সেট থেকেই ফাঁস আদৃতের নয়া লুক

Published On:

বাংলা হান্ট ডেস্ক : মিঠাই (Mithai) ধারাবাহিকের (Bangla Serial) কথা মনে আছে আপনাদের? অবশ্য মনে রাখারই কথা, বিশেষ করে ধারাবাহিকের জুটির কথা সাধারণের মনে যেন গেঁথে গিয়েছে। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) আর আদৃত রায় (Adrit Roy) যে শুধু পর্দার কাপল নন বরং বাস্তবেও একে অপরের সাথে মনের বিনিময় করেছেন সেই নিয়ে নানান জল্পনা কল্পনা চলেছিল একটা সময়।

এখন অবশ্য তাদের রোম্যান্সের গল্পে ভাটা পড়েছে। তবে সৌমিতৃষা যেভাবে এখনো নিজেকে লাইমলাইটে রেখেছেন তা তারিফযোগ্য। তবে মাঝখান থেকে গায়েব হয়ে যান আদৃত। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়না তাকে। কিন্তু হঠাৎ নায়ককে নতুন প্রজেক্টে দেখা গিয়েছে। দেখা যাচ্ছে, শীঘ্রই ফ্লোরে ফিরেছেন আদৃত রায়।

শ্যুটিং ফ্লোরে ফিরেছেন বটে কিন্তু চেহারার উস্কো খুস্কো দশা বাঁধিয়েছেন তিনি। দেখা যাচ্ছে বড় বড় চুল, এক মুখ দাড়ি। পরনে কমলা টি শার্ট এবং কাঁধে ব্যাগ নিয়ে ছুটছেন প্রেমিকার পিছনে। এই নিয়ে বিশেষ কিছু জানা যায়নি কিন্তু হতে পারে এদৃশ্য কোনো ওয়েব সিরিজ অথবা সিনেমার। আসলে এক্ষুনি সেই নিয়ে কিছুই জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Adrit_Roy (@adritroy_x_sunshine)

 

উল্লেখ্য, শেষবার আদৃত রায়কে দেখা গেছিল যখন এসভিএফ প্রযোজনা সংস্থার স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর সাত বছর পূর্তি হয়। সেই সেলিব্রেশনে বাকিদের সাথে যোগ দেন আদৃতও। এবার খবর আসছে যে, এসভিএফের আগামী প্রজেক্ট ‘পাগল প্রেমী’র হাত ধরে কামব্যাক করছেন আদৃত রায়।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X