কলকাতা টু সিকিম! জাস্ট এক ফ্লাইটেই হয়ে যাবে দুর্দান্ত সফর! পুজোর আগেই বড় উদ্যোগ এই সংস্থার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছে অন্যতম প্রিয় টুরিস্ট ডেস্টিনেশন সিকিম (Sikkim)। পুজোয় যারা সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য এল দুর্দান্ত খবর। এবার কলকাতা (Kolkata) থেকে বিমানে চেপে চোখের নিমেষে পৌঁছে যাওয়া যাবে সিকিমে। সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে দেশের একাধিক বিমানবন্দরে এবার চলবে বিমান।

কলকাতা (Kolkata) সিকিম (Sikkim) বিমান পরিষেবা

সিকিমে পর্যটকদের ঢল নামতে শুরু করবে অক্টোবর মাস থেকে। তার আগেই ইন্ডিগো চাইছে সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে দেশের একাধিক বড় শহরে বিমান পরিষেবা শুরু করতে। পুজোর মুখেই হয়ত পর্যটকদের জন্য খুলে যাবে সিকিমের আকাশ পথ। সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে স্পাইসজেট নামক একটি সংস্থা Bombardier Q-400 নামক একটি জেট প্লেন চালায় সিকিমে।

আরোও পড়ুন : প্রকাশ্যে শ্বেতাকে চুমু! রুবেলের জন্মদিনে নায়িকা যা কাণ্ড ঘটালেন…..হাঁ হয়ে গেছেন ফ্যানরাও

এই বিমান সংস্থা পাকিয়ং থেকে কলকাতা ও দিল্লি রুটে বিমান পরিষেবা দিয়ে থাকে। তবে জানা যাচ্ছে, সিকিমের এয়ার রুটে ইন্ডিগো চালাতে পারে ATR 72 নামক এয়ার ক্রাফট। ইন্ডিগোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিঃসন্দেহে সিকিমের যোগাযোগ ব্যবস্থা দেশের অন্যান্য প্রান্তের সাথে আরো উন্নত হবে। পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ী, হাসি ফুটবে সবার মুখে। পুজোর  মরশুমে সংস্থা চাইছে এই রুটে বিমান পরিষেবা শুরু করতে।

Sikkim

এই বিমান সংস্থা সিকিমের পাকিয়ং থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, কলকাতা রুটে বিমান চালানোর উদ্যোগ নিয়েছে। আর কিছুদিন পর দুর্গাপুজো। তারপর একে একে রয়েছে ভাইফোঁটা-কালীপুজো-দিওয়ালি। সেক্ষেত্রে দুর্গাপুজোর মধ্যে যদি সিকিমে এই বিমান পরিষেবা শুরু হয় তাহলে নিঃসন্দেহে মুখের হাসি চওড়া হবে ভ্রমণ পিপাসু বাঙালির।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X