ফের কড়াকড়ি! রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বার্তা মমতার, মাথায় হাত সকলের

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য শুরু হয়েছে কড়াকড়ি। সম্প্রতি নবান্ন তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, নানা কারণ দেখিয়ে ছুটি, কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না। কাজে গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ফের সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবার নবান্নে (Nabanna) বৈঠকে বসেছিলেন মমতা। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বৈঠকের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বার্তা দেন মমতা। বলেন, পুজোর সময় অফিসাররা ছুটি চাইবেন না। আগে দুর্গাপুজো-সহ উৎসবের মরশুমে ঠিকভাবে কাজ সামলান আপনারা। এমন বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘আমি প্রত্যেকটা অফিসারকে বলছি, পুজোর আগে দয়া করে কেউ ছুটি চাইবেন না। আগে উৎসবের দিনগুলো পার করতে দিন।’ এদিনের বৈঠক থেকে পুজোর প্রস্তুতি নিয়ে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঠিক কোন কোন বিষয়ের উপর বাড়তি নজর দিতে হবে, সেই নিয়ে রাজ্যের আমলা, অফিসার এবং সরকারি কর্মচারীদের নির্দেশ দেন মমতা।

অক্টোবর মাসে একটানা ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। সেই উপলক্ষে আগামী ৭ অক্টোবর চতুর্থীর দিন থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। এবছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর। তারও একদিন বাদে শেষ হবে ছুটি।

Mamata Banerjee

আরও পড়ুন: জোর বিপাকে অভিষেক পত্নী রুজিরা! হঠাৎ কী হল? তুঙ্গে শোরগোল

এরপর কালীপুজোর উপলক্ষে আগামী ৩১ অক্টোবর ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees)। তার পরের দিন আগামী ১ নভেম্বর ছুটি থাকছে। আগামী ৪ নভেম্বরও ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ভাইফোঁটার পরদিন হওয়ায় সেদিন ছুটি পাবেন তারা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X