বাড়বে শীত! আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শেষে রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও ১৮ কোথাও তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নিচে। এরই মাঝে অবশ্য হাজির হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, (Weather Update) সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে তার কোনো প্রভাব এ রাজ্যে পড়তে পারে কি না তা অবশ্য জানা যায়নি।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না কলকাতাতেও। আপাতত গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। চলতি সপ্তাহে তাপমাত্রা আর খুব একটা নামার সম্ভাবনা নেই।

আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতের সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা সহ বাকি জেলার আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এর জেরে বৃষ্টি হবে না। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ভোগাতে পারে কুয়াশা। কুয়াশার জন্য জারি রয়েছে সতর্কতাও। উত্তরবঙ্গের পাশাপাশি পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সহ বেশ কিছু জেলায় ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। আপাতত হালকা শীতের স্পেল চলবে দক্ষিণবঙ্গে। তবে হাড় কাঁপানো শীত নিয়ে এখনও আশার খবর শোনাতে পারেনি হাওয়া অফিস।

South Bengal weather rainfall alert North Bengal Kolkata West Bengal weather update winter forecast

আরও পড়ুন: অ্যাকাউন্টে ঢুকবে ১৩,১৫৮ টাকা! চুক্তিভিত্তিক শ্রমিকদের DA বাড়াল রাজ্য সরকার! কবে থেকে মিলবে?

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাড়ছে শীতের দাপট। তবে গতবার এই সময় শীতের কামড় আরও জোড়ালো ছিল। এবারে কিছুটা দেরিতে ঠান্ডা পড়তে শুরু হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে বেশ নেমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে চলতি সপ্তাহে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X