ঝমঝমিয়ে বৃষ্টি! শীতের আবহেই আজ ভিজবে দক্ষিণবঙ্গের ৪ জেলা: আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: শীতের হাওয়ার লাগল নাচন, তবে তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। নভেম্বরের মাঝামাঝিতে রাজ্যে হাওয়া বদল হবে। বাতাসে আর্দ্রতা কমবে। শিরশিরানি হবে। তবে জাঁকিয়ে শীত কবে পড়ছে সেই বিষয়ে এখনও আভাস দেয়নি আহাওয়া অফিস। তার আগে আজ কোথায় কোথায় বর্ষণের সম্ভাবনা দেখে নিন একনজরে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকছে। ভারী বৃষ্টি হবে না। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর প্রভাব পড়বে না বাংলায়।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চার জেলা বাদে আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়ার মোটামুটি শুকনো থাকবে। আপাতত ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। আপাতত কলকাতার আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আরও ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। তারপর থেকে ধীরে ধীরে পারদ পতনের সম্ভাবনা। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

south bengal weather

আরও পড়ুন: ২০ ডিগ্রির নিচে নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা! রবিতে হবে বৃষ্টিও, আবহাওয়ার আগাম খবর

উত্তরের আবহাওয়া: উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরে এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি শুকনো থাকবে আবহাওয়া। উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা ও দুই দিনাজপুরে ভোর ও রাতের দিকে কুয়াশার অধিক্য থাকতে পারে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X