বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে (IPL) দুর্দান্ত পারফরম্যান্স করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার সূর্য কুমার যাদব (Suyra Kumar Yadav)। সেই প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছেন প্রায় প্রত্যেক ম্যাচেই নজর কেড়েছেন তিনি। একাধিকবার 50 এর উপরে স্কোর করেছেন। এবার আইপিএলে সূর্য কুমার যাদব যেভাবে প্রত্যেক ম্যাচে ব্যাটিং করে যাচ্ছেন তাতে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলে সূর্য কুমারের জায়গা পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল।
কিন্তু অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় নির্বাচকরা যে দল ঘোষণা করেছেন তাতে নাম নেই সূর্য কুমার যাদবের (Suyra Kumar Yadav) । তারপর থেকেই বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী সকলেই দল নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন। তবে তারকা সমন্বিত ভারতীয় মিডিল অর্ডারে কি আধেও সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন সূর্য কুমার? এর পেছনে নির্বাচকরা বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন।
ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে খারাপ পারফরম্যান্স:
চলতি বছরের শুরুতে ইন্ডিয়া এ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল সূর্য কুমার যাদব (Suyra Kumar Yadav)। সেই দলে সুযোগ পেলেও সুযোগ এর সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়েছিলেন সূর্য কুমার যাদব (Suyra Kumar Yadav)। তিনটি ওয়ানডে ম্যাচে সূর্য কুমার (Suyra Kumar Yadav) করেেছিলেন মাত্র 60 রান। দেশের মাটিতে ভালো পারফরম্যান্স করলেও বিদেশে খারাপ পারফরম্যান্স করেছিলেন তিনি। সেই কারণেই হয়তো এবার অস্ট্রেলিয়া সফরে সুযোগ হল না তার।
দল নির্বাচনের আগে ধারাবাহিকতার অভাব:
দল নির্বাচনের আগে শেষ নয়’টি ইনিংসে সূর্য কুমারের স্কোর যথাক্রমে 17, 47, 00, 10, 27, 79, 53, 10, 00। অর্থাৎ দল নির্বাচনের আগে শেষ নয়’টি ইনিংসে 5 বার কুড়ি রানের কম এবং দুবার 00 রানে আউট হন সূর্য কুমার যাদব। এই ম্যাচ গুলিতে যদি তিনি ভালো পারফরম্যান্স করতেন তাহলে হয়তো অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেতেন।
সুযোগ পেলেও ব্যাটিং অর্ডারে কোথায় খেলবেন সূর্য?
এই মুহূর্তে ভারতীয় দলে যে ব্যাটিং লাইনআপ রয়েছে সেখানে 5 জনের বেশি ওপেনার রয়েছেন এবং অজস্র মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছেন। যারা প্রত্যেকেই এক একজন তারকা। এখন প্রশ্ন যদি দলে সূর্য কুমার যাদব সুযোগ পেতেন তাহলে তিনি কোথায় খেলতেন অর্থাৎ কোন তারকা ক্রিকেটারকে সরিয়ে সরিয়ে সুযোগ দেওয়া হত সূর্যকে? এই প্রশ্নটিই থেকেই যাচ্ছে।