এবার ভগৎ সিং-র নামে পরিচিতি পাবে দেশের এই বিমানবন্দর, ঐক্যমত্য দুই রাজ্যের সরকার

বাংলাহান্ট ডেস্ক : বদলে গেল চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের (Chandigarh International Airport) নাম। পঞ্জাব (Punjab) ও হরিয়ানা (Haryana) সরকারের যৌথ উদ্যোগে এই বিমানবন্দরের নতুন নাম হতে চলেছে শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর (Shaheed Bhagat Singh)। গতকাল শনিবারই এ কথা ঘোষণা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann)। তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেন দেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালাও।

২০১৬ সালে ভগৎ সিংয়ের (Bhagat Singh) নামে এই চণ্ডীগড় বিমানবন্দরের নামকরণ করার প্রস্তাব আনা হয়। হরিয়ানা বিধানসভায় সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব পাশও হয়ে যায়। এরপর ২০১৭ সালে রাজ্যসভায় সিপিআইএম সাংসদরা এই বিমানবন্দরের নাম ভগৎ সিংয়ের নামে করার প্রস্তাব তোলেন। পঞ্জাব প্রশাসন তাতে সম্মতিও দেয়। তবে সে সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী তা নাকচ করে দেন। এই বিষয় নিয়ে রাজ্যসভায় জোর তর্ক বিতর্কও চলে। সাংসদ মুখতার আব্বাস নকভি জানান, বিজেপি-র এই প্রস্তাবে কোনও আপত্তি নেই। বিরোধী শিবিরের তরফে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অবশেষে সমস্ত বিতর্কের অবসান ঘটান পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শনিবার হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত সিং চৌটালার সঙ্গে এই মর্মে একটি বৈঠক করেন তিনি। সেখানেই শেষ পর্যন্ত চণ্ডীগড় বিমানবন্দরের নাম শহিদ ভগৎ সিংয়ের নামে করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে একটি টুইট করেন ভগবন্ত মান। পঞ্জাবের মুখ্যমন্ত্রী লেখেন, ‘চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহিদ ভগৎ সিংজির নামে করা হচ্ছে। এই বিষয়ে পঞ্জাব এবং হরিয়ানা সরকার একমত হয়েছে। আজ হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত সিং চৌটালার সঙ্গে আমি একটি বৈঠকে বসেছিলাম।’ এরপর হরিয়ানা সরকারের পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদল করে রাখা হচ্ছে শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর (Shaheed Bhagat Singh International Airport)। পঞ্জাব এবং হরিয়ানা সরকার এই বিষয়ে সিলমোহর দিয়েছে।’

উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা বলেন, ‘ভগৎ সিং এমন একজন স্বাধীনতা সংগ্রামী যিনি গোটা ভারতের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেন। পঞ্জাব এবং হরিয়ানা সরকারের যৌথ উদ্যোগ এবং চণ্ডীগড় প্রশাসনের তরফে এই বিমানবন্দরের নির্মাণ খরচ বহন করা হবে।’ তিনি আরও দাবি করেন, ‘ভবিষ্যতে চণ্ডীগড় বিমানবন্দর উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর