বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা, রোহিতের স্ত্রী রিতিকা এবং ধোনির স্ত্রী সাক্ষীর কথা। তবে এরা বাদ দিয়েও আরও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী রয়েছেন যারা কঠিন সময়ে আজকের তারকা ক্রিকেটারদের পাশে ছিলেন। আসুন তাদের সম্বন্ধে জেনে নেওয়া যাক:
রবীন্দ্র জাদেজা ও রিভাবা জাদেজা:-
2016 সালে আইপিএল চলাকালীন রিভাবা জাদেজাকে বিবাহ করেন রবীন্দ্র জাদেজা। রিভাবা জাদেজা পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
উমেশ যাদব ও তানিয়া ওয়াধওয়া:-
ভারতীয় তারকা জোরে বোলার উমেশ যাদবের স্ত্রী তানিয়া ওয়াধওয়া পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। দীর্ঘদিন প্রেম করার পর 2013 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।
অজিঙ্কা রাহানে ও রাধিকা দোপাভকর:-
রাহানে ক্রিকেট কেরিয়ার শুরু করার আগে থেকেই রাধিকা তার সঙ্গে রয়েছে। ছোট থেকেই একে অপরকে চিনতেন। তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ইরফান পাঠান ও সাফা বেগ:-
পেশায় মডেল সাফা বেগকে 2016 সালে 4 ই ফেব্রুয়ারি বিবাহ করেন প্রাপ্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
ইশান্ত শর্মা ও প্রতিমা সিং:-
প্রতিমা সিং ভারতীয় জাতীয় বাস্কেটবল দলের সদস্য ছিলেন। একটি বাস্কেটবল টুর্নামেন্টে দুজনের পরিচয় হয় এবং 2016 সালে তারা বিবাহ করেন।