গরিয়াহাটে দুই বাসের রেষারেষির চোটে কান কাটা গেল যাত্রীর।

Published On:

 

 

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার গরিয়াহাটে ২১২ নম্বর রুটের একটি  বাসের সাথে ৩সি/২ রুটের একটি বাসের রেষারেষির জেরে কান কাটা গেল সমীর পাল নামের এক যাত্রীর। । দুটি বাসকেই আটক করেছে পুলিস। গ্রেফতার করা হয়েছে চালকদের।  বর্তমানে ঢাকুরিয়া হাসপাতালে চিকিত্সাধীন আহত যাত্রী।

 

সূত্র অনুযায়ী,সমীর পাল ২১২ নম্বর রুটের একটি বাসের যাত্রী ছিলেন এবং বাসে প্রচণ্ড ভিড় থাকায় তিনি পাদানিতে দাঁড়িয়েছিলেন। পাদানিতে দাঁড়ানো অবস্থায় থুতু ফেলতে গিয়ে বাস থেকে খানিকটা ঝোঁকেন সমীর পাল। আর চালক আচমকা ব্রেক কষতেই হুমড়ি খেয়ে পড়ে যান তিনি।যাত্রী তোলা নিয়ে রেষারেষি করতে গিয়ে আচমকাই ব্রেক কষেন ২১২ নম্বর রুটের বাসটির চালক।তারপর ওভারটেক করতে যায় ৩সি/২ রুটের বাসটি।

 

দুই বাসের মাঝে পড়ে যাওয়ায় তাঁর একটি কান কাটা যায় এবং অন্য কানটিও গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া হাসপাতালে।

X