চুরিচামারি করে, তেল দিয়ে উপরি রোজগার করতে গেলে অর্পিতার মতো হাল হবে, সহ অভিনেত্রীকে নিয়ে অকপট সৌরভ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লোভে পাপ, পাপে মৃত‍্যু। বহুল প্রচলিত কথাটা আরো একবার শোনা গেল অভিনেতা সৌরভ সাহার (Sourav Saha) মুখে। প্রসঙ্গ, অর্পিতা মুখোপাধ‍্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে টাকা উদ্ধার আর পার্থ চট্টোপাধ‍্যায়ের গ্রেফতারি। পর্দার শ্রীরামকৃষ্ণের মতে, অতিরিক্ত লোভ করে তেল দিয়ে বেশি  রোজগার করতে গেলে অর্পিতার মতোই দশা হবে।

পেশায় মডেল অর্পিতা। কয়েকটি সিরিয়াল এবং সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তার মধ‍্যে অন‍্যতম ‘বামাক্ষ‍্যাপা’। বেশ কয়েক বছর আগে ইটিভি বাংলাতে হত এই সিরিয়াল। সেখানে বামাক্ষ‍্যাপার ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ। সিরিয়ালে ছিলেন অর্পিতাও। যদিও অভিনেত্রী হিসাবে তেমন নাম করতে পারেননি তিনি। তাঁর কাছেই কিনা ২০ কোটি টাকা!


প্রাক্তন সহ অভিনেত্রী আজ চর্চার কেন্দ্রে। কিন্তু তাঁর অভিনয়ের জন‍্য নয়, বরং তাঁর কীর্তির জন‍্য ছিছিক্কার চলছে সর্বত্র। পর্দার রামকৃষ্ণের মুখে অনস্ক্রিনের মতোই বক্তব‍্য, ‘মানুষের এত লোভ কেন বুঝি না’। লোভের বশবর্তী হয়ে অসৎপথে গিয়ে যে নিজেরই সর্বনাশ ডেকে আনছে সেটা কেউ বোঝে না। সৌরভ বলেন, ঈশ্বর যাকে যতটুকু দিয়েছেন তার ক্ষমতা ততটুকুই। তবুও কেউ যদি চুরিচামারি করে, তেল দেওয়া অতিরিক্ত রোজগারের লোভ করে তাহলে তার অবস্থা অর্পিতার মতোই হবে।


সৌরভ কিন্তু নিজেও রাজ‍্যের শাসক দলের বেশ ঘনিষ্ঠ। আনুষ্ঠানিক ভাবে যোগদান না করলেও তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। সম্প্রতি একুশে জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। রাজ‍্যের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার খবর স্বীকার করেই সৌরভ বলেন, সময়ে অসময়ে তৃণমূলের থেকে অনেক সাহায‍্য পেয়েছেন তিনি। পাশাপাশি সৌরভের আরো বিশ্বাস মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় দুর্নীতি সহ‍্য করবেন না।

X