বাংলাহান্ট ডেস্ক: আর নেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দিন দুয়েক আগে যে ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল নেটপাড়ায় সেই খবরটাই এবার সত্যি হয়ে গেল। বছর ২৪ এর ফুটফুটে মেয়েটাকে হারিয়ে চোখে জল সবার। শোকাহত তারকা থেকে আমজনতা। ঐন্দ্রিলার স্মৃতি মনে করে চোখে জল রচনা বন্দ্যোপাধ্যায়েরও (Rachana Banerjee)।
দ্বিতীয় বার ক্যানসার জয় করার পর ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চেই প্রথম বার ক্যামেরার মুখোমুখি হন ঐন্দ্রিলা। তাঁর হাসিমুখ দেখে যেমন সবার মুখে হাসি ফুটেছিল, তেমনি তাঁর লড়াইয়ের কাহিনি শুনে চোখের জল ধরে রাখতে পারেননি দিদি নাম্বার ওয়ান রচনাও।
এদিন এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শোকাহত রচনা বলেন, ওর আয়ু এতটাই ছিল। সবাই চেষ্টা করেছিলেন যাতে তিনি ফিরে আসেন। আগের দুবার লড়াই জিতলেও এবারে আর পারলেন না। ঐন্দ্রিলার আত্মার শান্তি কামনা করে রচনা বলেন, খুবই প্রাণবন্ত ছিলেন ঐন্দ্রিলা। একবারের জন্যও বোঝার উপায় ছিল না যে এত বড় একটা রোগ তিনি শরীরে বহন করছিলেন।
রচনার আক্ষেপ, ‘আরেকটু সময় ওর সঙ্গে কাটাতে পারলে ভাল হত। মানুষ যখন থাকে তখন তার কদর বোঝা যায় না। মানুষটা চলে যাওয়ার পর যত মাতামাতি হয়। এখন ঐন্দ্রিলার ক্ষেত্রে সবারই তেমন মনে হচ্ছে।’
দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে ক্যানসারের বিরুদ্ধে নিজের লড়াইয়ের কথা বলেছিলেন ঐন্দ্রিলা। দ্বিতীয় বার যখন তিনি ক্যানসারে আক্রান্ত হন সেটা মেনে নেওয়া তাঁর পক্ষে খুব শক্ত ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি। নিজেই সাইন করেছিলেন বন্ড। অস্ত্রোপচারের পর যখন চোখ মেলেছিলেন ঐন্দ্রিলা, তখন অনেক আলো দেখে মনে প্রশ্ন জেগেছিল, আদৌ বেঁচে আছেন তো? তাঁর সেসব ভিডিও এখন বারে বারে ফিরে আসছে।