জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল*

পল মৈত্র, দক্ষিন দিনাজপুরঃ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর দক্ষিন দিনাজপুর জেলায় রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে রদবদল শুরু হয়েছে। প্রসঙ্গত, দক্ষিন দিনাজপুর জেলার বর্তমান জেলা আরক্ষাধিক্ষক রয়েছেন নগেন্দ্র নাথ ত্রিপাঠী, মন্ত্রক সুত্রের খবর একটি বিশেষ নির্দেশ পত্র জারি হওয়ার পর জেলা প্রশাসনিক স্তরে রদবদল।

8445d img 20190529 wa0047

নগেন্দ্র নাথ ত্রিপাঠীর জায়গায় আবার আসতে চলেছেন সি.আই.ডি(স্পেশাল ক্রাইম)-এর এস.এস প্রসূন ব্যানার্জি মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশ জারি হয়। দক্ষিণ দিনাজপুর জেলার বর্তমান জেলা আরক্ষাধিক্ষক নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে আলিপুরদুয়ার জেলার জেলা আরক্ষাধিক্ষক পদে যোগ দিতে বলা হয়েছে নির্দেশ অনুযায়ী। জেলার প্রশাসন প্রসূন ব্যানার্জিকে আহ্বান জানাতে তৈরী হয়ে আছে।

সম্পর্কিত খবর