তথ্য প্রযুক্তিতে ট্রেড ইউনিয়ন ?

কিছু বছর আগে পর্যন্ত তথ্য প্রযুক্তি কর্মীদের কাছে ট্রেড ইউনিয়ন কথাটি ছিল প্রায় অপরিচিত একটি শব্দবন্ধ। যেহেতু তথ্য প্রযুক্তি ক্ষেত্রের চাকরি কে সাদা কলারের চাকরি হিসেবে দেখা হয় তাই এখানকার কর্মীরা কখনো সংঘবদ্ধ বা সংগঠিত হওয়ার প্রয়োজন অনুভব করেনি। কিন্তু পরবর্তীকালে বেশ কিছু তথ্য প্রযুক্তি সংস্থা কখনো অর্থনৈতিক মন্দা বা কখনো নিজেদের বহর কমানোর মতো কারণ দেখিয়ে ধারাবাহিক ভাবে কর্মী ছাঁটাই করা শুরু করে। এর মধ্যেই বেশ কিছু সংস্থার বিরুদ্ধে বেআইনি ভাবে কর্মী বরখাস্ত করা বা জোর করে পদত্যাগ পত্র লিখিয়ে নেওয়ার অভিযোগে উঠতে শুরু করে।
এই পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়েই তথ্য প্রযুক্তি কর্মীরা সংঘবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করে। এর রেশ ধরেই তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্যে তৈরি হয় তথ্য প্রযুক্তি কর্মীদের ট্রেড ইউনিয়ন।২০১৭ সালে কলকাতায় বেশ কিছু তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা একত্রিত হয়ে একটি ফোরাম গঠন করেন। শুরু হয় তথ্য প্রযুক্তি কর্মীদের আইনি অধিকার রক্ষার স্বার্থে লড়াই। এর পাশাপাশি চলতে থাকে নিজেদের আইনি অধিকার নিয়ে সচেতনতার প্রচার।বর্তমানে এই ফোরামের পক্ষ থেকে একটি ট্রেড ইউনিয়ন গঠন করতে চেয়ে আবেদন জমা পড়েছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরে, যার পোষাকি নাম Kolkata Forum for Information Technology Employees। আগামী শনিবার বাইশে জুন বিকেল পাঁচটায় এই ফোরামের সদস্যরা কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং আনুষ্ঠানিক ভাবে ট্রেড ইউনিয়ন গঠনের আবেদনের কথা ঘোষণা করবেন।


সম্পর্কিত খবর