তিনি ছিলেন বলেই ভারতে খাদ্যের প্রাচুর্য! প্রয়াত ‘সবুজ বিপ্লবের জনক’ পদ্মশ্রীপ্রাপ্ত বিজ্ঞানী স্বামীনাথন

বাংলা হান্ট ডেস্ক: প্রয়াত দেশের সবুজ বিপ্লবের জনক তথা কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন (M S Swaminathan)। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিটে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভারতের এক জনপ্রিয় বিজ্ঞান হিসেবে পরিচিত ছিলেন স্বামীনাথন।

স্বামীনাথনকে সবুজ বিপ্লবের (Green Revolution) নেতা বলা হয়। সবুজ বিপ্লবের কারণেই ভারত শস্যক্ষেত্রে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যেতে সক্ষম হয়। দেশে উচ্চ ফলনশীল ধান উৎপাদনের ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। কৃষকরা যাতে বেশি ধান উৎপাদন করতে পারেন, তার রাস্তা দেখিয়েছিলেন তিনিই। ১৯৮৭ সালে বিশ্বের প্রথম খাদ্য পুরস্কারের বিজেতা ছিলেন এমএস স্বামীনাথন। ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি পদে দায়িত্ব পালন করেন তিনি।

   

একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সবুজ বিপ্লবের জনক। ১৯৬৭ সালে ‘পদ্মশ্রী’, ১৯৭২ সালে ‘পদ্মভূষণ’, ১৯৮৯ সালে ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত হন তিনি। ১৯৭১ সালের ‘ম্যাগসেসে’ পুরস্কারও পান। ১৯৮৬ সালে পান ‘অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সাইন্স’ অ্যাওয়ার্ড। তাঁর নামে চেন্নাইয়ে ‘এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন’ রয়েছে।

স্বামীনাথনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি লেখেন, ‘ডক্টর স্বামীনাথনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। দেশের ইতিহাসে একটা কঠিন সময়ে তিনি কৃষিক্ষেত্রে অভূতপূর্ব কাজ করেছিলেন, যাতে দেশের কোটি কোটি মানুষ খাদ্য নিরাপত্তা পান।’

 

১৯২৫ সালের ৭ অগাস্ট তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির কুম্ভকোনমে জন্মগ্রহণ করেন স্বামীনাথন। ১৫ বছর বয়সে সকলকে চমক দিয়ে বিদ্যালয়ের গণ্ডি পার করেন তিনি। ছোট থেকেই কৃষিক্ষেত্রে (Agriculture) ঝোঁক ছিল তাঁর। যার ফলে কৃষিভিত্তিক গবেষণার দিকে এগিয়ে যান তিনি। দেশের সবুজ বিপ্লবের ক্ষেত্রে স্বামীনাথনের বড় ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিভিন্ন মহল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর