পকেটে রাখুন মাত্র ৫ হাজার! ঢুঁ মেরে আসুন ভারতের এই পাঁচ জায়গায়, দুর্দান্ত আমেজ পাবেন শীতের

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শেষ হয়ে গেছে। এখন আকাশে বাতাসে হিমেল শীতল ছোঁয়া। সকাল বেলা বাড়ির বাইরের বেরোলেই জানান দিচ্ছে শীত। এমন সময় অনেকেই ঘুরতে যান বাইরে। শীতের মনোরম আবহাওয়ায় কয়েকটা দিন আত্মীয় বা বন্ধুদের সাথে কাটিয়ে আসতে পছন্দ করেন বাইরে থেকে।

beaches in rishikesh 800x530

তবে অনেকেই বুঝে উঠতে পারেন না কোথায় যাবেন। তাদের কথা মাথায় রেখে আমরা আজকের এই প্রতিবেদনটি প্রস্তুত করলাম। শীতকালে ঘুরতে যাওয়ার এমন পাঁচটি জায়গা সম্পর্কে আজ আলোচনা করব যেখানে আপনারা গেলে হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। চলুন এক নজরে এই পাঁচটি জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক।

• উত্তরাখণ্ডের একটি ছোট সুন্দর শহর বিনসার হিল স্টেশন। হিমালয়ের কোলে অবস্থিত এই শহরে মেলে অপরূপ পাহাড়ের দৃশ্য। ওক, রোডোডেনড্রন, সবুজ তৃণভূমি এবং সুন্দর পাইন গাছের জন্য খুবই পরিচিত বিনসার।

আরোও পড়ুন : জানেন জেলে ঠিক কী ঘটেছিল? কেন SSKM এ জ্যোতিপ্রিয়? হাতে এল বড় আপডেট

• উত্তরাখণ্ডের দেরাদুনে ঋষিকেশ পর্যটকদের অন্যতম একটি প্রিয় পর্যটন স্থল। এই জায়গাটি পরিচিতি লাভ করেছে ‘গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার’ এবং ‘বিশ্বের যোগ রাজধানী’ হিসাবে। সুন্দর শান্ত এই জায়গায় আপনারা পেয়ে যাবেন সুদৃশ্য পাহাড়, আশ্রম ও চির অরণ্যে ঢাকা একাধিক রাস্তাঘাট।

• কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি সারা বিশ্ব বিখ্যাত অপূর্ব কারুকার্যের মন্দিরের জন্য। বিরুপাক্ষ মন্দির পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড় ও উপত্যকার গভীরে হাম্পি জায়গাটি অবস্থিত। ১৯৮৬ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় ঐতিহাসিক এই শহর।

আরোও পড়ুন : বিশ্বকাপ ফাইনাল হেরে মন ভেঙেছে রোহিত শর্মার! BCCI-কে জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত

• উত্তরপ্রদেশের অন্যতম প্রসিদ্ধ ও বিখ্যাত একটি শহর হল বারাণসী। এই শহরটি হিন্দুদের তীর্থস্থান হিসেবে বেশি পরিচিত। এখানকার মন্দির, গঙ্গার তীরের সন্ধ্যা আরতি পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা।

Enchanting Travels South India Tours Kanyakumari

• জলাশয় দ্বারা বেষ্টিত কর্নাটকের কন্যাকুমারীও শীতকালে আপনার ডেস্টিনেশন হতে পারে। এই জায়গার ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য যুগের পর যুগ ধরে পর্যটকদের আকর্ষণ করেছে। এখানে থাকা খাওয়ার খরচও বেশ কম।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর